#কলকাতা: যৌনতা নিয়ে যখনই কোনও বিশেষ একটি দিকের প্রবণতার কথা উঠেছে, তখনই বার বার সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞা পল্লবী বার্নওয়াল- এ ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না অপর পক্ষ অস্বস্তিতে পড়ছে, ততক্ষণ পর্যন্ত অস্বাভাবিক বা অনুচিত বলে কিছুই হয় না!
হস্তমৈথুনের বিষয়টিকেও সে ভাবেই ব্যাখ্যা করেছেন এই পর্বে পল্লবী। তিনি জানিয়েছেন যে জনৈক পাঠক এ ব্যাপারে তাঁর মতামত চেয়েছেন। তিনি জিজ্ঞাসা করেছেন পল্লবীকে- সঙ্গী বা সঙ্গিনীর সামনেই হস্তমৈথুনের বিষয়টি সম্পর্কে কোনও রকমের অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করতে পারে কি না!
এ প্রসঙ্গে কী বলছেন পল্লবী, তা দেখে নেওয়া যাক এক এক করে!
১. সবার প্রথমে পল্লবী বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে উত্থাপন করেছেন BDSM-এর কথা। এই দমনমূলক যৌনতায় এক পক্ষ অন্য পক্ষকে তার সামনে হস্তমৈথুন করতে অনেক সময়েই বাধ্য করে। তার নির্দেশ মেনে অপর পক্ষ কী ভাবে আত্মরতিসুখ লাভ করছে, সেই বিষয়টি তাকে আনন্দ দেয়। এ ক্ষেত্রে সঙ্গী বা সঙ্গিনীর সামনে হস্তমৈথুন অনুচিৎ বা অস্বাভাবিক কিছু নয়, বরং তা যৌনক্রীড়ার অঙ্গ হিসেবেই গণ্য করা হচ্ছে!
২. এর ঠিক পরেই পল্লবী জানিয়েছেন পিপিং টম ফ্যান্টাসির কথা! অর্থাৎ এ ক্ষেত্রে নিজের সঙ্গী বা সঙ্গিনীকে আচমকা হস্তমৈথুন করতে দেখে আনন্দ পায় অপর পক্ষ, যা তাকে যৌনতায় নিবিড় ভাবে প্রবৃত্ত করে তোলে। এ দিক থেকেও অনেকে চান যে সঙ্গী বা সঙ্গিনী তাঁর সামনেই হস্তমৈথুন করুন, এ ক্ষেত্রেও কোনও জটিলতা তৈরি হওয়ার জায়গা নেই!
৩. হস্তমৈথুন জনৈক ব্যক্তি যৌনতায় ঠিক কী চাইছেন, কেমন ভাবে যৌনাঙ্গে বা শরীরের বিশেষ কোনও অংশে অন্যের স্পর্শ চাইছেন, সেই ব্যাপারটিও প্রকাশ্যে নিয়ে আসে। অতএব, সঙ্গী বা সঙ্গিনীকে হস্তমৈথুন করতে দেখলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে; সেই মতো তা অনুসরণ করে রতিক্রীড়াকে সুখদায়ক করে তোলা যায়। অর্থাৎ, এ ক্ষেত্রেও সম্পর্কে জটিলতা তৈরি হওয়ার কোনও জায়গাই নেই!
৪. অনেক সময়েই যৌনতার মাঝে এক পক্ষ ক্লান্ত হয়ে পড়ে! তখন অন্য পক্ষ যদি অস্বস্তি না বাড়িয়ে হস্তমৈথুনের মাধ্যমে নিজেকে রতিসুখ দেয়, সে ক্ষেত্রেও সম্পর্কে সমস্যা হওয়ার কথা নয়!
৫. বর্তমান জীবনযাত্রায় অনেকের বাড়িতেই আলাদা ঘর থাকে না। এ ক্ষেত্রে দম্পতির একজন যদি অন্যের সামনে হস্তমৈথুন করেন এবং আরেকজনের যদি আপত্তি না থাকে, সে ক্ষেত্রেও অসুবিধার প্রশ্ন ওঠে না!
৬. সব শেষে পল্লবী কেবল একটাই কথা মাথায় রাখতে বলছেন- যদি সঙ্গী বা সঙ্গিনী তাঁর সামনেই হস্তমৈথুন করা পছন্দ করেন, সে ক্ষেত্রে সমস্যা নেই! কিন্তু তিনি যদি সেটা পছন্দ না করেন, তা হলে তা না করাই উচিৎ হবে!
Pallavi Barnwal