• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • বিয়ের আসরে বরের ‘I love you’, লজ্জায় রাঙা বধূ দিলেন উত্তর! দেখুন মিষ্টি প্রেমের সুপার ভাইরাল ভিডিও

বিয়ের আসরে বরের ‘I love you’, লজ্জায় রাঙা বধূ দিলেন উত্তর! দেখুন মিষ্টি প্রেমের সুপার ভাইরাল ভিডিও

Photo Courtesy- Youtube/Video Grab

Photo Courtesy- Youtube/Video Grab

অনুরাগের ছোঁওয়া...

 • Share this:

  #কলকাতা : বিয়ে মানে সাত জন্মের বন্ধন। এই বিশেষ দিনটির জন্য নারী -পুরুষ উভয়েই প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করেন৷ কারণ এই দিনটি থেকে নর ও নারী দুজনের জীবনের দ্বিতীয় ইনিংস ৷ কৌমার্যের জীবন ঘুচিয়ে আরও বেশি দায়িত্বশীল হয়ে ওঠা আরও বেশি পরিবারকেন্দ্রিক হয়ে উঠে এক নতুন পথ চলার শুরু হয়৷

  কী ভাবে এই দিনটিকে বিশেষ করা যায় তার জন্যে অনেক ভাবনা চিন্তা থাকে৷ নিজের জীবনসঙ্গীকে মুগ্ধ করে দেওয়ার চেষ্টায় কসুর থাকেনা কোনও পক্ষেরই৷

  করোনা কালে বেশ কিছু সময়ে বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানেও এসেছিল অনেক বিধিনিষেধ৷ কিন্তু লকডাউন কেটে যাওয়ার পর অনেকটা হলেও স্বাভাবিক হয়ে এসেছে জীবন৷

  স্বামী-স্ত্রী-র সম্পর্কের মধ্যে প্রেমের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূ্র্ণ৷ আর সেই প্রেমের প্রকাশও হওয়া উচিত খুব স্বচ্ছন্দ সাবলীল৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এইরকম এক প্রেমের ভিডিও খুবই জনপ্রিয় হয়েছে৷

  ভিডিওতে দেখা যাচ্ছে বধূ পরেছেন লেহঙ্গা -চোলি৷ তার সঙ্গে তার মানানসই সাজ৷ অন্যদিকে নতুন বরও দারুণ৷ তাঁর পরণেও ডিজাইনার পাঞ্জাবি ও কুর্তা৷ ডিজে বাজাচ্ছিলেন নানা রোম্যান্টিক গান৷ আর সেই গানের তালে নববধূকে নেচে গেয়ে মাতোয়ারা করে দিলেন তাঁর পতিদেব৷ দেখে নিন সুপার ভাইরাল সেই ভিডিও৷

  উপস্থিত অতিথি অভ্যাগতরাও বর-বধূর এই রোমান্টিক রসে বুঁদ হলেন৷ আসলে প্রেমের চেয়ে ভালো তো আর কিছু হতে পারে না আর এই ভিডিওটি দেখে নেটিজেনরাও প্রেমরসেই মজছেন৷

  এদিকে বর যত সহজে স্ত্রীকে আই লাভ ইউ বলতে পারলেন তাঁর বধুর প্রত্যুত্তর এল সলজ্জ ও স্মিত৷ আসলে সেলুলয়েডের প্রেমে নায়ক -নায়িকা অভিনয় করেন আর এখানের ভিডিওতে যা ছিল তা একেবারেই হৃদয়ের ছোঁওয়ায় রাঙানো৷

  Published by:Debalina Datta
  First published: