Home /News /life-style /
সলাজ বধূ-র মুখে হালকা হাতে ভাত খাইয়ে দিলেন নতুন বর, ভিডিও সুপার ডুপার ভাইরাল

সলাজ বধূ-র মুখে হালকা হাতে ভাত খাইয়ে দিলেন নতুন বর, ভিডিও সুপার ডুপার ভাইরাল

Photo- Youtube/ Video Grab

Photo- Youtube/ Video Grab

এই ভিডিওটির ভিউ পেরিয়েছে ৫৩ লক্ষ! না দেখলে কিন্তু মিষ্টি প্রেম মিস করবেন...

  • Last Updated :
  • Share this:

#কলকাতা : বিয়ে- শব্দটা মানুষের জীবনে বিশেষ অর্থবহ৷ দুটি মানুষ এই বিশেষ সামাজিক স্বীকৃতির মাধ্যমে নতুন করে বাঁচতে শুরু করেন৷ তৈরি হয় নতুন সম্পর্ক, নতুন বন্ধন-তাও আবার আজীবনের জন্য৷ এই বন্ধন এতটাই বিশেষ যে একে নিয়ে কথা হয় যখন তখন বলা হয় এটা সাত জনমের বন্ধন৷

এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হামেশাই বিয়ের ভিডিও আসে৷ বিয়ে বিষয়টি  এমনই যে চেনা -পরিচিতের বিয়ে হোক , তারকাদের বিয়ে হোক বা অজানা অচেনা কারোর বিয়ে সবসময়েই মানুষের তা নিয়ে দেখতে ভালো লাগে৷ তাই এইধরণের ভিডিওগুলি ভাইরাল হয়ে ৷

ভাইরাল ভিডিও হয়ে বিয়ের বিভিন্ন রীতিনীতি গুলিও৷ হিন্দু রীতিতে বিয়ের অনেক নিয়ম রয়েছে৷  সকালে জল ছইতে যাওয়া, বৃদ্ধি, গায়ে হলুদ, হয়ে বিকেলে বিয়েতে মালা বদল, পান পাতায় মুখ ঢাকা, ছাদনাতলা, সিঁদুর দান , খই পোড়ানোর মতো পদ্ধতি৷

তবে এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে অবশ্য এই রীতিনীতি গুলির কোনটাই হয়নি৷ এই  ভিডিওটি বরং মিষ্টি প্রেমের একটি ভিডিও৷  ভিডিওতে দেখা যাচ্ছে - একজন বর ও বউ বিবাহ পর্ব শেষে খাবার টেবলে বসেছেন৷ সেখানে তাঁরা পাশাপাশি বসেছেন৷

সলজ্জ বউটি-র হাতে ধরা রয়েছে গাছকৌটো ও গাঁটছড়া ৷ সেখানে বসে নতুন বর তাঁর বউকে নিজে হাতে করে খাইয়ে দিতে চাইছেন৷ বধূটিও নববধূ সুলভ লজ্জায় প্রথমে একেবারেই মুখ খুলতে চাইছেন না৷

দেখে নিন ভিডিওটি

এরপর অবশ্য বরবাবাজী বাজিমাত করেন ৷ তিনি ঠিকভাবে রাজি করিয়ে নেন স্ত্রীকে৷ আর মুখে নিজের হাত করে খাইয়ে দেন ভাত৷ ভিডিওতে বর বা বউয়ের অলঙ্কারের প্রাচুর্য নেই, নেই অন্য কোনও শো অফও৷ তবুও নিখাদ ভালোবাসার রঙিন এই ভিডিও মানুষ বহুবার দেখছেন৷ এই ভিডিওটির ভিউ পেরিয়েছে ৫৩ লক্ষ!

Published by:Debalina Datta
First published:

Tags: Marriage, Viral Video