#কলকাতা : সাধারণ মানুষদের সাধারণ জীবনচর্চা৷ তাদের কথা এখন সোশ্যাল প্ল্যাটফর্মের হাত ধরে চলে আসে ৷ সোশ্যাল মিডিয়া এমন একটা ভার্চুয়াল মাধ্যম যেখানে শুধু স্টাররাই নন, সাধারণ মানুষও মুহূর্তেই হয়ে ওঠেন সুপারস্টার- বা এখনকার ভাষায় ভাইরাল ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনই একদম সাধারণ এক মানুষের মাছ ধরার ভিডিও ভাইরাল হয়েছে ৷ যিনি মাছ ধরছেন তার পরণে সাদা লুঙ্গি , গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় ফৈয়জ টুপি ৷ হাতে সাদা একটা প্লাস্টিকের থলেতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে ওই ব্যক্তি নদির ধারে এসে বসেন ৷ ভদ্রলোকের মাছ ধরার কায়দাও অন্যরকম ৷ তিনি নাড়িভুঁড়ি দিয়ে মাছের চারা বানিয়ে বড়শিতে গেঁথে সেটা জলে নামিয়ে দিলেন ৷ আর চারদিকে সুতোয় প্লাস্টিক জড়িয়ে বিভিন্ন জায়গায় গেঁথে দিলেন ৷
এরপর প্রতীক্ষা ৷ হল কামাল ৷ ভিডিও-র শেষে দেখা যাচ্ছে ঠিক কীভাবে মাছটিকে তুলে নিলেন ওই ব্যক্তি ৷ এই ভিডিও-র ভিউ ইতিমধ্যেই পনেরো লক্ষের কাছাকাছি পৌঁছেছে ৷ ১২ কেজির মাছটির নাম ভালুগা ৷ এই মাছ মিষ্টি জলের মাছ ৷ ওটার দাম মোটামুটি ৩২৫ টাকা কেজির এদিক ওদিকে ঘোরাফেরা করে ৷ ফলে মাছ ধরেই ভাইরাল হলেন সেই ব্যক্তি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fish, Viral Video, ভাইরাল ভিডিও, মাছ