#কলকাতা: ইঁদুর - একটি শব্দ আর এতেই অস্থির প্রতিটি গৃহস্থ ৷ কখনো বড়ো ইঁদুর আবার কখনো নেংটি এদের দৌরাত্ম্যে বাড়িতে জিনিসপত্র রাখাই দায় হয়ে যায় ৷ এদের প্রাথমিক টার্গেট থাকে বাড়ির খাদ্য ভান্ডার ৷ যদি সেটাকে বাঁচানোও যায় তাহলেও এদের হাত থেকে নিস্তার নেই ৷ কখনো জামা কাপড় কেটে, কখনো আবার কাগজপত্র দাঁত দিয়ে কুটিকুটি করে গৃহস্থের ক্ষতিসাধন ছাড়া এরা কিছু করে না ৷ এদের তাড়াতে বিভিন্ন রকম উপায়ের সাহায্যও নিতেই হয় মানুষদের ৷
কখনো ইঁদুর ধরা কল, কখনও আবার ইঁদুর মারার বিষ প্রয়োগ করা হয় ৷ তবুও যে নির্দিষ্টভাবে এরা ধরা পড়বেই তার গ্যারান্টি নেই ৷ তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওটি যে হ্যান্ডেল থেকে শেয়ার হয়েছে তার সংখ্যা সাড়ে তিন হাজার আর ভিডিওটি ভিউ হয়েছে দশ লক্ষের মতো ৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি বড় বালতিতে বেশ খানিকটা জল ভরে নেওয়া হল ৷ তারপর যে বড় বেলুনগুলি পাওয়া যায় সেরকম একটি বেলুন ফুলিয়ে নেওয়া হল দিয়ে সেটাকে জলের ওপরে পুরোটা ঢেকে বসিয়ে দেওয়া হল ৷
আরও পড়ুন - মাথায় সিঁদুর, কপালে টিপ, পরণে শাড়ি, বহুরূপীর মুখের মজার কবিতায় মুখর সোশ্যাল মিডিয়া, দেখুন Viral Video
এবার এই বেলুনের চারপাশ দিয়ে কোনও শস্যদানা ঢেলে দেওয়া হল ৷ এবার ইঁদুররা যাতে সেই বালতির খাবার অবধি সহজেই যেতে পারে তারজন্য একটি রেক্লাইনার লাগানো হল ৷ এই অবধি করে শুরু হবে অপেক্ষা ৷ খাদ্যকণার গন্ধ পেয়ে একে একে কোণা কোণা থেকে সব ইঁদুর বেরিয়ে হাজির হবে ওখানে ৷ ব্যাস তাহলেই কেল্লাফতে ৷ সমস্ত ইঁদুর যখন ওই বেলুনের ওপর যখন সব ইঁদুর চেপে বসবে তখনই ফেটে যাবে বেলুনটি আর সবকটি ইঁদুর জলের বালতির জলের মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খাবে ৷
দেখে নিন ভিডিওটি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rat, Viral Video, ইঁদুর, ভাইরাল ভিডিও