corona virus btn
corona virus btn
Loading

#Viral: স্বামীকে নিয়ে শপিংয়ে যেতে স্ত্রী যা করে দেখালেন, নিমেষেই তুফান তুলেছে Tiktok ভিডিও

#Viral: স্বামীকে নিয়ে শপিংয়ে যেতে স্ত্রী যা করে দেখালেন, নিমেষেই তুফান তুলেছে Tiktok ভিডিও
Photo- Tiktok Video Grab

আপনার স্ত্রী এই ভিডিও দেখে নিলে কিন্তু মুশকিল

  • Share this:

#কলকাতা :  মহিলারা শপিং করতে ভালোবাসেন, এটা বোধহয় সারা পৃথিবীতেই একইরকম সত্যি ৷ পুরুষরা তো বটেই মহিলারাও এই সত্যিটা নিয়ে কোনওরকম প্রত্যুত্তর করবেন না ৷ সম্প্রতি Tiktok  এযে ভিডিওটি একদম মাথায় উঠে নাচছে তা এরকম এক শপিং প্রিয় পত্নীরই  ৷

এখন টিকটক ভিডিও নিজেদের জনপ্রিয় করার বড় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন ৷ তেমনিই ইচ্ছা থেকে নীলম দাস নামের একটি হ্যান্ডেল খোলা হয়েছে ৷ এ পর্যন্ত নীলম দাস ২১ টি ভিডিও পোস্ট  করেছেন ৷ যার মধ্যে ধাপে ধাপে বেড়েছে লাইক ৷ প্রথম ভিডিওটি যেখানে একটাও ভিউ হ.নি সেখানে ২১ নম্বর ভিডিও এক কথায় সুপারহিট বা ভাইরাল ৷

আরও পড়ুন - ভারতীয় দলের জন্য বড় ধাক্কা, চোট শিখর ধাওয়ানের, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজে খেলবেন সঞ্জু স্যামসন

এই ভিডিও প্রায় লাখের কাছাকাছি লোক দেখে নিয়েছে ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে স্ত্রী চায়ের ট্রে-তে বিভিন্ন রকম ওষুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বামীর সামনে ৷ তাতে জ্বরের ওষুধ, পেট ব্যাথা মাথা ব্যাথা সবকিছুর ওষুধ আছে ৷ স্বামী হাত নেড়ে নেড়ে জানিয়ে দেন তাঁর কোনটাই লাগবে না ৷ ব্যস এটারই অপেক্ষা ছিল ৷ তিনি এরপরেই স্বামীকে সোফা থেকে তুলে নিয়ে শপিংয়ে নিয়ে যাচ্ছেন ৷ আর বলেও দিচ্ছেন অনেক কেনাকাটা করতে হবে ৷ ’

আরও দেখুন
Published by: Debalina Datta
First published: November 27, 2019, 10:49 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर