corona virus btn
corona virus btn
Loading

অফিসে কাজ শুধুই ঘুমানো ! ১ লক্ষ টাকা মাইনের এমনই চাকরি দিচ্ছে দেশীয় সংস্থা

অফিসে কাজ শুধুই ঘুমানো ! ১ লক্ষ টাকা মাইনের এমনই চাকরি দিচ্ছে দেশীয় সংস্থা
representative image

আপনি অফিসে যাবেন, কাজও করবেন, মাসের শেষে মোটা অঙ্কের মাইনেও মিলবে! কিন্তু কাজটা কী ? ঘুমানো!

  • Share this:

#নয়া দিল্লি: ঘুম...আহা স্বর্গ... কিন্তু সারাদিনের হাজারও কাজ, বসের চোখরাঙানি, নিত্যনতুন টেনশন... ঘুমের দফারফা! কিন্তু ভাবুন তো, যদি এমনটা হত, ঘুমের জন্য আপনাকে বেতন দেওয়া হচ্ছে! ভাবছেন তো, এ আবার কী আজগুবি কথা! কিন্তু বাস্তবে ঠিক এমনটাই ঘটছে! আপনি অফিসে যাবেন, কাজও করবেন, মাসের শেষে মোটা অঙ্কের মাইনেও মিলবে! কিন্তু কাজটা কী ? ঘুমানো!

সত্যিই ঘুমানোর চাকরি দিচ্ছে ভারতীয় সংস্থা! ম্যাট্রেস প্রস্তুতকারক সংস্থা Wakefit.co ‘স্লিপ ইনটার্নশিপ’-এর লোভনীয় অফার দিচ্ছে । যাঁরা টানা ১০০ দিন প্রতিদিন ৯ ঘণ্টা করে ঘুমতে পারবেন, তাঁরা একমাত্র ইন্টার্নশিপের জন্য আবেদন জানাতে পারবেন। এই কাজের স্টাইপেন্ড হিসেবে প্রত্যেকে পাবেন এক লক্ষ টাকা! সংস্থার তরফে জানানো হয়, দেশের সেরা সেরা 'ঘুমপ্রেমী'দের কোম্পনিতে নিতে চান। রাখতে সেরা নিদ্রাবিলাসী ব্যক্তিদেরই নিজেদের কোম্পানিতে জায়গা দিতে আগ্রহী তাঁরা। কোম্পানির তৈরি ম্যাট্রেসে কীভাবে একজন ঘুমচ্ছে, তা খতিয়ে দেখার জন্যই এই 'ঘুমের চাকরি'!

First published: December 2, 2019, 6:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर