নানা কারণে এখন ভাইরাল হয়ে যায় বিয়েবাড়ির কাণ্ডকারখানা। এই বিশেষ দিনটিকে সাজিয়ে তুলতে প্রস্তুতি শুরু হয় অনেক দিন আগে থেকেই। এখন প্রি ওয়েডিং ফোটোশ্যুট, ডিজাইনার পোশাক, ডেস্টিনেশন ওয়েডিং-এ সব সাধারণ পরিবারের বিয়েরও অঙ্গ হয়ে উঠেছে। জীবনের বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনও খামতি থাকে না। অনেক সময় বিয়েবাড়ির আড়ম্বরও হয়ে ওঠে ভাইরাল। তবে সম্প্রতি এক বিয়েবাড়িতে ধরা পড়ল উলটপুরাণ। সেখানে আড়ম্বর তো দূর অস্ত্। আগত অতিথি অভ্যাগতদের পরিবেশন করা হল শুধুমাত্র জল।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সেই বিয়েবাড়ির কথা। যেখানে কনের তরফে আমন্ত্রিতদের পরিবেশন করা হল শুধুমাত্র জল। কেন এই অদ্ভুত আচরণ, তার কারণও জানালেন তিনি। তাঁর ব্যাখ্যাও অদ্ভুত। তিনি জানিয়েছেন রীতি মেনে বিয়ের রীতি অনুযায়ী তিনি উপবাস করে ছিলেন। বিয়ের দিন পান করেছিলেন শুধু জল। তাই তিনি অতিথিদেরও খেতে দিয়েছেন শুধুই জল। তবে কনে নিজে অবশ্য দুধ ও ফলের রসও পান করেছেন। কিন্তু সে সব আর অতিথিদের পরিবেশন করা হয়নি।
আরও পড়ুন : এয়ার কন্ডিশনার ছাড়া গ্রীষ্মকাল অসহ্য! কিন্তু এসি মেশিনের বাংলা কী জানেন? ৯৯%-ই ফেল, আপনি বলুন দেখি
কনের কথায়, তিনি নাকি চেয়েছিলেন অতিথিরাও টের পাক, কেমন লাগে শুধু জল খেয়ে থাকতে। তাঁর এই অদ্ভুত আচরণে অতিথিরা তো হতবাক। তবে সোশ্যাল মিডিয়ায় চরম নিন্দিত হয়েছেন ওই নববধূ। তবে কিছু নেটিজেনের সমর্থনও পেয়েছেন ওই তরুণী। তাঁরা কোনও ভুল দেখছেন না বিয়ের ভোজে শুধু জল রাখার জন্য। তবে অধিকাংশ নেটিজেনেরই মত, ওই বর এবং কনের মন বিশেষ প্রসারিত নয়। কেউ কেউ তো সরাসরি বলেই দিয়েছেন এমন বিয়েবাড়িতে উপহারের বদলে খালি বাক্স দেওয়া উচিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।