Home /News /life-style /
Viral Video Dance: পিছনে দীপিকা, সামনে 'ইনি'! ভাইরাল ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের...

Viral Video Dance: পিছনে দীপিকা, সামনে 'ইনি'! ভাইরাল ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের...

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

বলিউডের খুবই জনপ্রিয় ছবি বাজিরাও মস্তানি(Bajirao Mastani)৷ এই ভিডিওটিও ভাইরাল হয়েছে(Viral Video)

 • Share this:

  #মুম্বই: বলিউডের নাচ নিয়ে নানা সময় নানা চর্চা হয়৷ বিয়ে বাড়ি থেকে যে কোনও অনুষ্ঠান বাড়ি, সব কিছুতেই জায়গা করে নেয় বলিউডের নাচ-গান৷ এবার সেই নাচেই মুগ্ধ করল এক খুদে৷ ২০১৫-র বাজিরাও মস্তানি ছবির দিওয়ানি মস্তানি (Diwani Mastani viral dance) নাচটির সঙ্গে হুবহু নাচল ছোট মেয়েটি৷ যা দেখে সকলেই অবাক৷ অবিকল যেন দীপিকা! পিছনে দীপিকার নাচটি চলছিল, তার সামনে একেবারে ছবির মতো কস্টিউম পরে, নাচ এই মেয়ে৷ একটি অন্যমনস্ক হলেই মুশকিল! কারণ বোঝা দায় যে কোনটা ছবি আর কোনটা বাস্তব (Viral Video)!

  আরও পড়ুন Aamir Khan Bodyguard salary: আমির খানের বডিগার্ডের বেতন শুনলে চোখ কপালে উঠবে!

  ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, “Create your own fairy tale”৷ অর্থাৎ নিজের রূপকথা নিজেই তৈরি কর৷ ছবিতে যেমন হলুদ রঙের পোশাক পরেছিলেন দীপিকা৷ তেমনই একই রকম পোশাক পরেছেন এই ছোট্ট মেয়ে৷ মাথায় রয়েছে একই রকমের টুপি৷ টিভিতে চলছে দীপিকার নাচ৷ আর একদম একই রকমভাবে নাচছেন ছোট্ট মেয়েটি৷ যা দেখে নেটিজেনরা খুবই অবাক হয়েছেন৷ কারণ সকলে বলছেন যে এ কী ছোট্ট দীপিকা? একরকম সাজ আর একরকম নাচ, যা একেবারেই অবিশ্বাস্য!

  এতাটাই মন মাতিয়েছে এই ভিডিও যে, পোস্ট হওয়ার কয়েকদিনের মধ্যেই ৪৫হাজার লাইক পড়েছে৷ সঙ্গে আবার অসংখ্য কমেন্ট৷ অনেকে বলছেন আমরা এই ছোট দীপিকার ফ্যান হয়ে গিয়েছি৷ অনেকে লিখছেন দারুণ৷ কেউ কেউ আবার লিখছেন, খুবই সুন্দর, দারুণ নাচ৷ এক কথায় এই ভিডিওটি খুবই পছন্দ হয়েছে সকলের৷ এতটাই নিঁখুত হয়েছে এই নাচ যে সিনেমার সঙ্গে এই নাচের কোনও পার্থক্য করতে পারছেন না কেউ৷ ফলে ভিডিওটি ভাইরাল হয়েছে৷

  আরও পড়ুন OMG! বিয়ে টেকাতে অফিস মালিকের দারস্থ কর্মীর স্ত্রী! করলেন কাতর অনুরোধ...

  বলিউডের খুবই জনপ্রিয় ছবি বাজিরাও মস্তানি৷ অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া৷ পরিচালক ছিলেন সঞ্জয় লীলা বনসালি৷ ছবিতে অভিনয়ের পাশাপাশি দারুণ নাচেন অভিনেতা-অভিনেত্রীরা৷ এবার সেই নাচের মধ্যে একটি ভাইরাল হয়েছে এই খুদের দৌলতে৷ নেটিজেনরাও বাহবা দিচ্ছেন৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর