হোম /খবর /লাইফস্টাইল /
মালিককে বহুদিন বাদে দেখে উটের সে কী আনন্দ , পেঁচিয়ে ধরল ব্যক্তির গলা! তারপর ?

মালিককে বহুদিন বাদে দেখে উটের সে কী আনন্দ ! পেঁচিয়ে ধরল ব্যক্তির গলা! 'ভাইরাল' ভিডিও--

দেখুন ভাইরাল ভিডিও--

  • Last Updated :
  • Share this:

গোটা পৃথিবী জুড়ে কত না মারামারি...হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি, ,..অথচ ভাবুন, এই মারাত্মক বর্বরতা, অশান্তির সমাধান কিন্তু খুব সহজেই হতে পারে, খুব সহজ একটা উপায়ে... ভালবাসা! একমাত্র ভালবাসাই দূর করতে পারে ঘৃণা! ভালবাসা মানে যে তা মানুষে মানুষে হতে হবে, তার কিন্তু  কোনও মানে নেই ! এই মুহূর্তে নেট দুনিয়ায় 'ভাইরাল' এক পোষ্য উট ও তাঁর মালিকের সুন্দর মুহূর্তের এক ভিডিও!

বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিওতে দেখা যায় একটি উট এক ব্যক্তির গলা জড়িয়ে ধরেছে! প্রাথমিকভাবে নেটিজেনদের মনে হতেই পারে, হয়তো ব্যক্তিকে আক্রমণ করেছে উটটি! কিন্তু সুশান্ত নন্দার লেখা ক্যাপশন পরেই বুঝতে পারবেন...আক্রমণ নয়, এটি উটের ভালবাসার বহিঃপ্রকাশ! জানা যায়, উটের মালিক দীর্ঘদিন বাড়িতে ছিলেন না। পোষ্যের সঙ্গে অনেকদিন দেখা হয়নি তাঁর। কাজেই, বহুদিন বাদে মালিককে দেখতে পেয়ে আনন্দ আর ধরে রাখতে পারে না উট বাবাজি! সোজা জড়িয়ে ধরল মালিকের গলা! ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নিমেষে 'ভাইরাল' হয়েছে! কুর্ণিশ জানিয়েছে নেটিজেনরা!

দেখুন সেই ভিডিও--

Published by:Rukmini Mazumder
First published: