• Home
  • »
  • News
  • »
  • life-style
  • »
  • গিটারের সঙ্গে সে কী গান টিয়ার! ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন আপনিও

গিটারের সঙ্গে সে কী গান টিয়ার! ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন আপনিও

চোখ বন্ধ করে শুনুন, বুঝতেই পারবেন না টিয়া গাইছে এই গান!

চোখ বন্ধ করে শুনুন, বুঝতেই পারবেন না টিয়া গাইছে এই গান!

চোখ বন্ধ করে শুনুন, বুঝতেই পারবেন না টিয়া গাইছে এই গান!

  • Share this:

#কলকাতা: দেখলে বা শুনলে রীতি মতন অবাক হয়ে যাওয়ার জোগাড়। বাড়িতে আমাদের অনেকেরই পোষ্য থাকে।তাদের নানা রকমের ট্যালেন্ট দেখেও আমরা অভ্যস্ত। কিন্তু এবারে এমন এক টিয়ার দেখা পাওয়া গেল যার গান শুনলে অবাক হবেন সকলেই।

এই টিয়ার অনেক বায়না৷ সে আবার খালি গলায় গান গায় না। সঙ্গত দিতে গিটার নিয়ে তৈরি তার মানুষ বন্ধুর। বাড়িতে খাঁচা রয়েছে ঠিকই কিন্তু সেই খাঁচাতে বন্দি থাকে না এই টিয়া। রীতি মতো জেন্টলম্যানের কায়দায় হেঁটে বেরাচ্ছে খাঁচার চারিপাশে। গিটারের প্রত্যেকটা সুর যেন তার কন্ট্রোলে।মানুষ বন্ধু যখন গিটার বাজাচ্ছেন তখন তার সঙ্গে চড়া সুরে গান ধরেছে এই টিয়া। না বলে দিলে আর চোখ বন্ধ করে থাকলেই হল, বোঝা মুশকিল যে কোনও পাখি এই ভাবে গান গাইতে পারে।

বিলক্ষণ বলাই যায়, পাখি না হয়ে মানুষ হয়ে জন্ম নিলে এতো দিনে অনেকগুলো গ্র্যামি ছিনিয়ে নিত  সুরেলা এই পোষ্য টিয়া।

Published by:Pooja Basu
First published: