#কলকাতা: বোনের জন্মদিনে দাদার উপহাতে চোখে এল জল! আদর করে ছোট বোনের জন্মদিনে বিশাল বড় গিফট নিয়ে হাজির দাদা৷ রঙিন পেপারে মুড়ে দেওয়া হল গিফট৷ উপহারের বড় বাক্স দেখে বোন খুব খুশি৷ সব বন্ধুদের সামনে দাদার উপহার খুলতে শুরু করল সে৷ প্রথমে গিফট পেপার খোলা হল৷ তারপর সেটা থেকে বেরিয়ে এল আরও একটি বাক্স৷ সেই বাক্স খুলতে গিয়ে একের পর এক কাগজের মোড়ক খুলতে হল বার্থডে গার্লকে৷ ঠিক যেন পেঁয়াজের খোশা৷ একের পর এক খুলেই আসছে মোড়ক৷ উপহারের তো দেখাই নেই৷ পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা বেশ মজা পাচ্ছেন এই কাণ্ড দেখে৷
এভাবে মোড়ক খুলতে খুলতেই কেটে গেল কয়েক মিনিট৷ তাতেও কোনও উপহার সামনে এল না৷ এক সময় বোন নিজেই ক্লান্ত হয়ে গেল এই গিফটের খোঁজে৷ তিনি ভেবেই বসলেন যে হয়ত দাদা তাকে বোকা বানিয়েছে৷ কিন্তু তাও শেষ পর্যন্ত চলল খোঁজ৷ ধীরে ধীরে সেই গিফটের বাক্স ছোট হতে থাকল৷ বোঝা গেল যে খুবই ছোট্ট কোনও গিফট হয়ত দিয়েছেন দাদা৷ তবে শেষে যা উপহার সামনে এল, তা দেখে সকলেই হেসে গড়িয়ে পড়লেন৷ এই সময়ের সব থেকে মূল্যবান পেঁয়াজ উপহার হিসেবে দাদা দিয়েছেন বোনকে৷
আসলে জন্মদিনে বোনের সঙ্গে খুবই মজা করলেন দাদা৷ ভাইবোনের সম্পর্কই এমন৷ খুনসুটি থেকে আবদার, ছোট বোনের সবকরম বায়না মেটান দাদা৷ বোনকে আগলেও রাখেন তিনি৷ তাই বোনের প্রতি থাকে গভীর ভালবাসা ও অধিকারবোধ৷ এই ভিডিও দেখে সেটাই বোঝা গেল৷ বোনের সঙ্গে খুনসুটি করতে গিয়েই এমন ঘটনা ঘটালেন দাদা৷ আপনিও দেখুন সেই ভিডিও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral, Viral Video