• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • জুতোর মধ্যে বিষধর সাপ ! একটুর জন্য বাঁচল প্রাণ ! দেখুন ভাইরাল ভিডিও

জুতোর মধ্যে বিষধর সাপ ! একটুর জন্য বাঁচল প্রাণ ! দেখুন ভাইরাল ভিডিও

photo source collected

photo source collected

এই ভিডিওটি দেখার পর আর কেউই জুতো ভাল করে চেক না করে কখনই পরবেন না।

 • Share this:

  #কলকাতা:  জুতো পরার সময় ভাল করে দেখে তবে পরুন। কারণ জুতোর মধ্যে অনেক কিছুই ঢুকে থাকতে পারে। আর তার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ধরণের ঘটনা নতুন নয়। তবুও আমরা অনেক সময়ই সতর্ক হই না। না দেখেই পরে ফেলি জুতো।

  তবে এই ভিডিওটি দেখার পর আর কেউই জুতো ভাল করে চেক না করে কখনই পরবেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জুতোর মধ্যে ঢুকে রয়েছে এক বিষধর সাপ। লাঠি দিয়ে খোঁচা দিতেই সাপটা ফনা তুলে ওঠে। এই ভয়ঙ্কর ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়।

   
  Published by:Piya Banerjee
  First published: