#কলকাতা: এখন বিয়ের মরশুম। চারিদিকে শুধু বিয়ে। বিয়ে মানেই নতুন কিছু আয়োজন, মজা আরও কত কি! তবে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে বিয়েতে ভিডিও তোলার একটা ঝোঁক বাড়ে। ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারলেই হল। আর একবার ভিডিও ভাইরাল হলে তো কথাই নেই।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বউকে কোলে করে নিয়ে বর চললো বাড়ি। ছাদনাতলা থেকেই বউকে কোলে তুলে নিয়ে চললো সে। এই ভিডিও বরের বাড়ির লোকেরা তোলে। ফেসবুকে এই ভিডিও দিতেই ভাইরাল হয়।