Home /News /life-style /
২ বছরের বাচ্চা মেয়ের নাচ ঝড়ের গতিতে ভাইরাল ! দেখুন ভিডিও

২ বছরের বাচ্চা মেয়ের নাচ ঝড়ের গতিতে ভাইরাল ! দেখুন ভিডিও

photo source facebook

photo source facebook

এই ছোট্ট বাচ্চাটি এখন নেট দুনিয়ার সেনসেশন। বয়স হবে খুব বেশি হলে ২ বছর।

  • Share this:

#কলকাতা: সময়। এমন একটা শব্দ, যা প্রতিনিয়ত বদলায়। এখন সময় হল ভাইরাল হওয়ার। দেখতে গেলে আমরা এখন ভাইরাল যুগে বাস করছি। এই সময় যা হয় তাই আমরা ক্যামেরা বন্দি করতে পারি। আর তারপর কোনও স্পনসর ছাড়াই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতে পারি। ভিডিওতে মজাদার কিছু থাকলেই আপনি বিখ্যাত এক ক্লিকে।

ক্লিকের যুগে যদি টকটকের মতো একটা মজার মাধ্যম থাকে তবে তো আর কথাই নেই। ভিডিও বানিয়ে রাতারাতি ফেমাস হওয়া আটকায় কে। সে আপনি রোদ্দুর রায় হোন বা রাণু মণ্ডল । আপনার মধ্যে প্রতিভা থাকলে তা সকলের সামনে তুলে ধরতে আপনি নিজেই পারবেন। যেমন এই ছোট্ট বাচ্চাটি এখন নেট দুনিয়ার সেনসেশন। বয়স হবে খুব বেশি হলে ২ বছর। এই বিদেশি বাচ্চা মেয়েটি তার বাবার গাড়িতে বাজা গানের সঙ্গে এমন মিষ্টি নাচছে। যা দেখে নেট দুনিয়ার সকলেই জানতে চাইছে এই বাচ্চার নাম। সোশ্যাল মিডিয়ায় এই মেয়ে এখন ভাইরাল।

Published by:Piya Banerjee
First published:

Tags: Dance, Facebook, Viral Video