হোম /খবর /লাইফস্টাইল /
একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে এই টিয়া ! দেখুন অবাক করা ভিডিও

একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে এই টিয়া ! দেখুন অবাক করা ভিডিও

photo source facebook

photo source facebook

পাখিটি তার মালিককে জানতে চাইছে নাম ধরে সে কেমন আছে। শুধু তাই নয়, মালিকের সব প্রশ্নের উত্তর দিয়ে চলেছে গড় গড় করে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: পাখিতে কি বলে তার কি কোনও ঠিক আছে ? তাঁকে যা শেখানো হবে সে তাই বলবে। ময়না পাখিকেও কথা শেখালে সে কথা বলে। আর টিয়া বা তোতার তো কথা বলাতে জুরি মেলা ভার। পাখি আসলে তার মালিকের গলার আওয়াজ নকল করে। সে কিন্তু জানে না সে কি বলছে। সে বোঝেও না কথার মানে। কিন্তু অবিকল নকল করে সে কথা বলে যায়।

তবে এই টিয়া পাখিটি যা করলো তা সত্যিই অবাক করে। মালিক তার পাখিকে বাড়িতে ছেড়েই পোষেন। পাখিটি তার মালিককে জানতে চাইছে নাম ধরে সে কেমন আছে। শুধু তাই নয়, মালিকের সব প্রশ্নের উত্তর দিয়ে চলেছে গড় গড় করে। এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুনুন সেই মিষ্টি টিয়ার কথা।

Published by:Piya Banerjee
First published:

Tags: Bird, Facebook, Viral Video