#অসম: অসম এমন একটা জায়গা যেখানকার মানুষ নিজের ছন্দে সুর তাল নিয়ে মেতে থাকেন। তারা পাহাড়, চা বাগান, বিহু নিয়েই নিজেদের মনকে রাঙিয়ে রাখে। তাই অসমের মাটি থেকে উঠে আসে ভুপেন হাজারিকা। পাপন এর মতো গায়কেরা।
সদ্যই ফেসবুকে একটা ভিডিও শেয়ার হয়েছে। সেখানে অসমের এক প্রান্তিক বৃদ্ধ ঢোল বাজিয়ে গাইছেন গান। বয়স কম করে ৮০। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। সকলে এই ব্যক্তির প্রতিভার কদর করেছেন।