Home /News /life-style /

Viral Video: দারুণ অফার! এই গামলায় কয়েক মিনিট থাকতে পারলেই ১০ হাজার ডলার পুরস্কার

Viral Video: দারুণ অফার! এই গামলায় কয়েক মিনিট থাকতে পারলেই ১০ হাজার ডলার পুরস্কার

সফলভাবে যদি কেউ সেই খেলায় অংশ নেয় এবং বিজয়ী হয়, তা হলে তার জন্য রয়েছে মোটা টাকার পুরস্কার ।

 • Share this:

  কত রকম উদ্ভট শখও রয়েছে মানুষের । অনেকে আবার সেই সমস্ত শখটেই টাকা রোজগারের হাতিয়ার বানিয়ে নিয়েছেন । সোশ্যাল মিডিয়া আজকাল বহু মানুষের কাছেই আয়ের অন্যতম উৎস । মিস্টার বিস্ট ( MrBeast) একজন জনপ্রিয় ইউটিউবার (YouTuber) । মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন (Jimmy Donaldson) । সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে নতুন এক খেলা এনেছেন মিস্টার বিস্ট । মজার হলেও, মারাত্মক সেই খেলা গুলি । তবে সফলভাবে যদি কেউ সেই খেলায় অংশ নেয় এবং বিজয়ী হয়, তা হলে তার জন্য রয়েছে মোটা টাকার পুরস্কার ।

  কিন্তু কী সেই খেলা? কখনও সাপ ভর্তি গামলার মধ্যে শুয়ে থাকতে হবে, কখনও গায়ে ছেড়ে দেওয়া হবে ট্যারেন্টুলা, কখনও বা আরশোলা ভর্তি বাক্সের মধ্যে থেকে টাকা বের করতে হবে । হ্যাঁ, ঠিকই শুনছেন । এমনই সব অদ্ভুতুড়ে খেলা । আর সে গুলি সফলভাবে করতে পারলেই দেওযা হবে মোটা টাকা । নিজের বন্ধু, কলিগ বা অন্য সকলকেই এই খেলায় যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট ।

  মাত্র দু’দিন হল ভিডিওটি আপলোড করেছেন মিস্টার বিস্ট । তার মধ্যে ২৭ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ভিউ । কমেন্টে একজন লিখেছেন, ‘‘আপনি একজন দূর্দান্ত ব্যক্তিত্ব ।’’ একজন আবার লিখেছেন, ‘‘বিস্ট এবং তাঁর টিম হল এই যুগের সর্বশ্রেষ্ঠ ভাবনার শ্রষ্ঠা ।’’ এই মুহূর্তে মিস্টার বিস্টের ৫৯ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে । ২০১৭ সালে প্রথম যাত্রা শুরু করেছিলেন মিস্টার বিস্ট । প্রথম ভিডিও "I COUNTED TO 100000!" পোস্টের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছিল ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Viral Video, Youtube

  পরবর্তী খবর