#কলকাতা: সন্ধ্যা মুখোপাধ্যায়। স্বর্ণ যুগের তারকা তিনি। তাঁর গলা দিয়ে মধু ঝড়ে পড়ে। তাঁর মতো গানের গলা একটাই হয়। সুচিত্রা সেনের লিপসে সন্ধ্যার গলা সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে বাংলা সিনেমায়। ৮০ পেরোনো এই শিল্পীর গানের গলা আজও একই রকম রয়েছে।
সন্ধ্যা কন্ঠী অনেক আছে। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এই মেয়ের গলা। নাম অনিরূপা। সে বাঙালি। গায়িকা। কিন্তি সন্ধ্যার গান এত সুন্দর করে তিনি গাইলেন যা মুহূর্তে ভাইরাল। শুনুন অনিরূপার গলায়, 'এ শুধু গানের দিন, এ লগনও গান শোনাবার।"