#কলকাতা: ভারত ও বাংলাদেশের জনপ্রিয় আভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ তো বটেই কলকাতাতেও চুটিয়ে কাজ করেন জয়া। সৃজিত থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায় সকলের ছবিতেই চুটিয়ে কাজ করেন জয়া। আবির হোক বা প্রসেনজিৎ সকলের সঙ্গেই জুটি বেঁধে কাজ করতে সমান স্বচ্ছন্দ তিনি।
তবে জয়া খুবই প্রাণ খোলা মানুষ। মা, বোন ও নিজের পোষ্য কুকুরকে নিয়ে তাঁর মিষ্টি সংসার। জয়া সোশ্যাল মিডিয়াতেই খুব সময় দেন। নিজের জীবনের সব কিছু তিনি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ! জয়া চালালেন ভ্যান রিক্সা ! সামনে বসালেন তাঁর কুকুরকে ! এই ছবি পোস্ট করে জয়া লিখলেন, কোনও রাস্তায় কঠিন নয়, যদি তোমার সঙ্গে থাকে মনের মতো সঙ্গী।"
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jaya Ahsan, Movie, Tollywood