• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • শুধু পাত্রকে নয়, এই মেয়ে বিয়ে করলেন বরের পোষা কুকুরকেও ! ভাইরাল ভিডিও

শুধু পাত্রকে নয়, এই মেয়ে বিয়ে করলেন বরের পোষা কুকুরকেও ! ভাইরাল ভিডিও

photo source facebook

photo source facebook

ছেলেটি নিজের পোষ্য কুকুরকে নিয়ে বিয়ে করতে গিয়েছেন। কুকুরটিও সেজে গুজে রেডি।

 • Share this:

  #কলকাতা: বিয়ের ভিডিও আজকাল নানা মজার কারণে ভাইরাল হয়। কখনও বিয়ের পিঁড়িতে কনে উঠেই করে ফেলেন নানা মজার কাণ্ড। তো আবার কখনও বর কেঁদে ফেলে বউকে দেখে। বিয়ের সিজন জুড়েই চলে নানা রকম মজার কাণ্ড। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ আমরা সেই ভিডিওগুলো দেখতে পাই।

  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছেলেটি নিজের পোষ্য কুকুরকে নিয়ে বিয়ে করতে গিয়েছেন। কুকুরটিও সেজে গুজে রেডি। যেই না শুরু হয়েছে সাত ফেরা কুকুরও তৈরি। মালিকের পিছনে পিছনে সেও ঘুরতে শুরু করে। প্রথমটায় আটকানোর চেষ্টা করা হলেও, নতুন বউয়ের ইচ্ছেতে কুকুরটিকেও আগুনের পাশে সাত পাক ঘুরতে দেওয়া হয়। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

  Published by:Piya Banerjee
  First published: