#কলকাতা: আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তবে তার আগে সব রকম ভাবে প্রচার সারতে ব্যস্ত বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসরা। কে জিতে নেবে ভিটের মাটি তা নিয়েই লড়াই। কিন্তু সাধারণ মানুষ এত কিছু বোঝেন না। তাঁরা দুমুঠো খাবার, সামান্য আনন্দর আশায় সবাইকেই বিশ্বাস করে বসে। তবে এখন চলছে মানুষের বিশ্বাস জেতার লড়াই। সব থেকে মানুষের কাছে যে বা যারা পৌঁছতে পারবেন, মন জিততে পারবেন তাঁরাই জয়গান গাইবেন। তবে সে সব রাজনীতির খেলা। হার জিত, ঘুঁটি সাজানো চলতেই থাকবে। এ খেলা আজ থেকে না মহাভারতের যুগ থেকে চলে আসছে।
তবে এই সব কিছুর মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু ভাবছেন তো ভাইরাল ভিডিওর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? সম্পর্ক আছে বইকি। আসলে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিতে রাজনৈতিক ছোঁয়া আছে বইকি।
সম্প্রতি একটি রাজনৈতিক দলের জনসভায় ভাইরাল হয় এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কোনও এক গ্রামে সভা হচ্ছে গ্রামের। সেখান এসেছিলেন এক ৮০ বছরের বেশি বয়স্ক বৃদ্ধা। তিনি প্রথমে দাঁড়িয়ে দেখছিলেন। পরে যেই না মাইকে বেজেছে , 'খেলা হবে' সঙ্গে সঙ্গে নাচতে শুরু করেন তিনি। দলীয় পতাকা দিয়ে দেওয়া হয় ওই বৃদ্ধার হাতে। এবার তা নিয়ে ফের নাচতে থাকেন তিনি। এই ভিডিওটি ভীষণ মজার। আনন্দের। সরলতার। মানুষটির সরলতা প্রাণ ভরিয়ে দেয়। যদিও এই সরলতায় রাজনীতির কোনও যোগ নেই। আছে কেবল আনন্দ। ভিডিওটি ফেসবুকে শেয়ার হতেই ভাইরাল হয়।