হোম /খবর /লাইফস্টাইল /
ভাইরাল ভিডিও:বুকে ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে মহিলা, পোষ্যের CPR-এ বাঁচল প্রাণ!

ভাইরাল ভিডিও:বুকে ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে মহিলা, পোষ্যের CPR-এ বাঁচল প্রাণ!

Photo Courtesy: Instagram

Photo Courtesy: Instagram

তাকে মাটিতে শুয়ে থাকতে দেখে বুকের ওপর চাপ দিতে থাকল বারবার

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মাটিতে লুটিতে মহিলা৷ সম্ভবত কোনও হার্টের সমস্যা হয়েছে তার৷ প্রাণ প্রায় ওষ্ঠাগত৷ হার্ট অ্যাটাক হয়েছে বলেই মনে হচ্ছে ভিডিওতে৷ আশেপাশে কেউ নেই তাকে সাহায্য করার৷ কিন্তু তাতে কী৷ পোষ্য তো রয়েছে৷ সেই কুকুরটিই প্রাণ বাঁচালো মালকিনের৷

    আরও পড়ুনবউয়ের বাড়ির সামনে ধুতি তুলে বরের সে কী নাচ! ভিডিও ভাইরাল

    তাকে মাটিতে শুয়ে থাকতে দেখে বুকের ওপর চাপ দিতে থাকল বারবার৷ এতেই আবার নিঃশ্বাস নিতে শুরু করলেন মালকিন! হৃদরোগে বাড়াবাড়ি হলে রোগীদের CPR দিতে হয়৷ যার অর্থ হল বুকের ওপর চাপ দেওয়া৷ এর ফলে কেউ যদি হৃদরোগে আক্রান্ত হন, তাহলে বুকের ওপর এমন চাপ দিলে তিনি জেগে উঠেন৷ হার্টের সমস্যা হলে এটাই প্রাথমিক চিকিৎসা বলে জানা যায়৷ কিন্তু আশ্চর্যের ব্যাপার হল যে একটি কুকুর করছে এই কাজ! এক কথায় অবিশ্বাস্য!

    আরও পড়ুন #Viral: জন্মদিনে ফের ভাইরাল, বিরাট কোহলি করছেন Tiktok ভিডিও ! নিজের চোখে দেখে নিন সত্যিটা

    জানা গিয়েছে যে কুকুরটিকে এভাবে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ বাড়ির কারও হার্ট অ্যাটাক হলে, কীভাবে সে সাহায্য করবে, সেটাই ট্রেনিং-এর অংশ৷ এমন ট্রেনিং-এর মাধ্যমে বাড়ানো হচ্ছে পোষ্যের দক্ষতা৷

    দেখুন ভিডিও-

    First published:

    Tags: Viral, Viral story, Viral Video