corona virus btn
corona virus btn
Loading

সলমন-ভাগ্যশ্রীর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র গানে এ কী করল যুগল? দেখুন ভাইরাল ভিডিও

সলমন-ভাগ্যশ্রীর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র গানে এ কী করল যুগল? দেখুন ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা গিয়েছে, সবুজ মাঠের মধ্যে লতা মঙ্গেশকরের গাওয়া ‘দিল দিওয়ানা বিন সাজনাকে’ গানের তালে নাচছে যুগল ৷

  • Share this:

#নয়াদিল্লি: বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ! বর্তমানে এই ট্রেন্ডই চলছে ৷ এর জেরে বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করার প্রবণতা বেড়েছে আজকের প্রজন্মের মধ্যে ৷ এর মধ্যে বেশ কয়েকটি ভিডিও ভাইরালও হয়েছে, যাতে মেতেছে নেটিজেনরা ৷ হিন্দি সিনেমার গানে নায়ক-নায়িকাদের নকল করে তাদের মতো নেচে ভিডিও তৈরি করেছে যুগল ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে ৷

সম্প্রতি সলমন-ভাগ্যশ্রীর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র গানে নেচে ভাইরাল হয়েছে যুগল। ভিডিওতে দেখা গিয়েছে, সবুজ মাঠের মধ্যে লতা মঙ্গেশকরের গাওয়া ‘দিল দিওয়ানা বিন সাজনাকে’ গানের তালে নাচছে যুগল ৷ সিনেমাতে সলমন পরেছিলেন হলুদ রঙের শার্ট ও ভাগ্যশ্রী পরেছিলেন হলুদ শাড়ি ৷ তাদের নকল করে এই যুগলও পড়েছে হলুদ রঙের পোশাক ৷

First published: November 22, 2019, 5:31 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर