Home /News /life-style /
বয়সকে তুড়ি মেরে কোমর দুলিয়ে, লাফিয়ে-ঝাঁপিয়ে তুমুল নাচ বৃদ্ধার ! ভিডিও 'ভাইরাল'

বয়সকে তুড়ি মেরে কোমর দুলিয়ে, লাফিয়ে-ঝাঁপিয়ে তুমুল নাচ বৃদ্ধার ! ভিডিও 'ভাইরাল'

তুমুল নাচে মাতলেন বৃদ্ধা... দেখুন সেই ভিডিও--

 • Share this:

  বয়স শুধু ক্যালেন্ডারেই বাড়ে... আসল বয়স তো মনের...ক্যালেন্ডারে বয়সের অঙ্ক যতই হোক না কেন, মন সবুজ থাকলেই আপনি তরতাজা! এই মুহূর্তে নেট দুনিয়ায় 'ভাইরাল' হওয়া একটি ভিডিও সে'কথাই আরেকবার প্রমাণ করল! কোমর দুলিয়ে, হাত নাচিয়ে, লাফিয়ে-ঝাপিয়ে উদ্দাম নাচে মাতলেন বৃদ্ধা! এনার্জি দেখে কচিকাঁচারা বরং লজ্জা পাবে! একনাগাড়ে নেচে গেলেন বৃদ্ধা, চোখ-মুখে এতটুকু ক্লান্তি তি নেই-ই বরং মুখজোড়া হাসি!

  পুদুচেরির লিউটেন্যান্ট গভর্নর কীরন বেদি মিউনিসিপালটি, পাবলিক ওয়র্ক ডিপার্টমেন্ট ও স্বচ্ছতা কর্পোরেশনের কর্মীদের নিয়ে উদযাপন করেন পোঙ্গল অনুষ্ঠান। সেখানেই এহেন নাচে মজেছেন বৃদ্ধা! তাঁর নাচ দেখে বাহবা জানা সহকর্মীরা। বৃদ্ধার নাচের ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেন খোদ কীরন বেদিই। বৃদ্ধার নাচ দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে নেট দুনিয়া।

  দেখুন সেই ভিডিও--
  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Old woman dance

  পরবর্তী খবর