• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • মাধুরী ও রণবীরের স্টাইলে 'ঘাগড়া' নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এক বয়স্ক দম্পতি !

মাধুরী ও রণবীরের স্টাইলে 'ঘাগড়া' নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এক বয়স্ক দম্পতি !

photo source facebook

photo source facebook

তাঁরা চুটিয়ে নাচলেন 'ঘাগরা' নাচটি। ৭৭ বছর বয়সী গিরিধর এখানে সেজেছেন রণবীর কাপুর। আর ৭২ বছর বয়সী প্রেরনা সেজেছেন মাধুরী দিক্ষিত।

 • Share this:

  #নয়া দিল্লি: দেশ জুড়ে চলছে করোনা ভাইরাসের আতঙ্ক। টানা তিন মাস পর সামান্য হালকা হয় লকডাউন। কিন্তু তাতেও জীবন স্বাভাবিক তো হয়ইনি। উল্টে প্রতিদিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। এই সময় মানুষকে বলা হচ্ছে যতটা সম্ভব বাড়িতেই থাকতে। কিন্তু কাহাতক থাকা যায় গৃহবন্দি হয়ে। অনেকেই বেরিয়ে পড়ছেন বাইরে। এতে সংক্রমণও বেড়ে চলেছে। তবে আমরা কিন্তু চাইলেই এই সময়টায় নিজেদের ঘরে রাখতে পারি। অনেক কিছুই করা যায় বাড়ি বসে। যেমন এই দম্পতি এই কঠিন সময়ে নিজেদের মন ভাল রাখতে বাড়িতেই অসাধারণ একটি নাচ করলেন। তবে নাচটা বড় কথা নয়, অবাক করে এই দম্পতির বয়স। স্বামীর বয়স ৭৬, স্ত্রী ৭২ বছর বয়সী।

  এই বয়সেও তাঁরা হার মানিয়েছেন সব কিছুকে। জীবনের কিছু নিয়ে তাঁদের নেই ভয়। তাঁরা চুটিয়ে নাচলেন 'ঘাগরা' নাচটি। ৭৭ বছর বয়সী গিরিধর এখানে সেজেছেন রণবীর কাপুর। আর ৭২ বছর বয়সী প্রেরনা সেজেছেন মাধুরী দিক্ষিত।

  ২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিটি। এই ছবিতে রণবীর কাপুর ও মাধুরী দিক্ষিতের 'ঘাগরা' নাচটি পেয়েছিল চরম জনপ্রিয়তা। এই ছবিতে নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। হুবহু সেই এক নাচ নেচে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই দম্পতি। তাঁদের এই নাচ মুহূর্তে ভাইরালও হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে সকলে প্রশংসা করেছেন ওই দম্পতির। তাঁদের কাছ থেকে শিখতে বলেছেন অনেকেই, বেঁচে থাকা কাকে বলে ! মনটাই আসল। মন তাজা থাকলে, শরীরও সুস্থ থাকবে।

  Published by:Piya Banerjee
  First published: