#কলকাতা: কোনও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয় না। যদি কোনও ভিডিও অদ্ভুত এবং মজাদার ভিডিও হয় তবে এটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। লকডাউন হয়ে যাওয়ার পরেই গত দেড় বছরে এই ধরণের আরও বেশি বেশি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওগুলি যদি আবার বিয়ের অনুষ্ঠানের হয় তাহলে তা আরও পপুলার হয়ে যায়৷ মঞ্চে নবদম্পতির নাচের ভিডিও থেকে শুরু করে ভিন্ন জাতে বিয়ে করার জন্য বরকে মারধর এইসব ধরণের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আসে এবং ভাইরাল হয়ে যায়। আজকাল আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও খবরেও জায়গা করে নেয় এমনকি শিরোনামও ছিনিয়ে নেয়৷
সম্প্রতি ফের একবার এক বিয়ের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুফান মেচেছে৷ এই বিয়ের ভিডিও-র বাড়তি আকর্ষণ হল এই ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের সময় কনের পাশে বসে বসে বর ঘুমে ঢুলে পড়ছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নীরঞ্জন মহাপাত্রের হ্যান্ডেল থেকে এসেছে৷ ভিডিওতে লাল পোশাকে বসে রয়েছে সলজ্জ নববধূ৷ বিয়ের সময়ের স্পেশাল চেয়ারে বসে রয়েছেন নতুন বর -বউ৷
ভিডিওতে দেখা যাচ্ছে নবদম্পতি পাশাপাশি থাকলেও বর ঘুমোচ্ছেন। মিনিট দীর্ঘ ভিডিও জুড়ে বর ঘুমিয়ে আছে। ভিডিও ক্লিপটিতে বরকে ঘুমিয়ে পড়ে কনের কাঁধে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে। এদিকে, সেখানে হাজির বরের বন্ধুরা তাকে জাগিয়ে তুলে, সোজা হয়ে বসার জন্য যথাসাধ্য চেষ্টা করছে তবে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।
View this post on Instagram
ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে অনেক আকর্ষণীয় মন্তব্য পাওয়া যাচ্ছে। এবং এই ভিডিওটি একটি মেম এবং ট্রোল হয়ে উঠেছে। এভাবে কী করে বর বিয়ে করতে এসে ঘুমোতে পারে তা নিয়েও প্রশ্ন উঠছে৷ এমনকি বর একেবারে মদ -মাতাল হয়ে এসেছে এমনটাও মনে করছে নেটিজেনদের একটা অংশ৷ তবে কোথাকার বর এরকম কাণ্ড ঘটিয়েছেন তার বিষয়ে কোনও আলোকপাত পাওয়া যায়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video, Wedding