আমাদের বাড়িতে এবং জীবনে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের শক্তিই কার্যকরী ভূমিকা পালন করে। এই দুই শক্তির ভারসাম্য বজায় রাখতে বাস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিখ্যাত জ্যোতিষী প্রতীক্ষা দেবী আমাদের জানিয়েছেন ঘরের বাস্তু দোষ, আর্থিক সঙ্কট, অসুস্থতা, কলহ এবং বিবাদের মতো সমস্যা দূর করার উপায় সম্পর্কে। সেই বিষয়েই জেনে নেওয়া যাক।
১) গৃহে স্থাপিত ঈশ্বরের স্থান সর্বদা বাড়ির উত্তর-পশ্চিম কিংবা উত্তর-পূর্ব দিকে রাখা উচিত। তবে সেই স্থানটি সর্বদা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।
২) বাস্তু দোষ দূর করার জন্য বাড়ির সদর দরজা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। জুতো বা এই ধরনের কোনও নেতিবাচক শক্তির উৎস যেন বাড়ির প্রধান দরজায় অবস্থান না করে। নয়তো এই ধরনের নেতিবাচক শক্তি আমাদের ঘরের অন্দরে প্রবেশ করে। বাড়ির মূল দরজা বা প্রবেশ দ্বার সুসজ্জিত রাখলে বাড়িতে ইতিবাচক প্রভাব বজায় থাকে।
৩) বাড়িতে গোটা পরিবারের একটি ফটো ফ্রেম দক্ষিণ-পশ্চিম দিকের দেওয়ালে স্থাপন করা উচিত। এতে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালবাসা এবং সুখ বজায় থাকবে।
আরও পড়ুন: জঙ্গলে ঘেরা সে এক আশ্চর্য দুর্গ! নামের সঙ্গে জড়িয়ে শের শাহ, এই গরমের ছুটিতে ঘুরে আসবেন নাকি সেখানে!৪) সর্বদা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোনো উচিত, কখনই উত্তর দিকে মাথা রেখে ঘুমোনো উচিত নয়। এতে আমাদের মস্তিষ্কে সর্বদা ভাল থাকে এবং ইতিবাচক হরমোনের নিঃসরণ ঘটে।
৫) বাড়িতে সর্বদা সঠিক জায়গায় ঝাঁটা রাখা উচিত। মনে রাখতে হবে যে, প্রতিদিন যে সকল জায়গায় অনায়াসে আমরা হাঁটাচলা করি, সেখানে ঝাঁটা না রাখাই ভাল।
৬) ঘরের সিন্দুক এমন জায়গায় রাখা উচিত, যেন সেই সিন্দুকের দরজা খোলার সময় তা পূর্ব অভিমুখে খোলে।
৭) ঘরে শুকনো ফুল একেবারেই রাখা উচিত নয়। এমনটা মনে করা হয় যে, ঘরে শুকনো ফুল রাখা হলে ভাগ্যও অস্তমিত হতে শুরু করে।
৮) ভুল করেও বাড়িতে ভাঙা পাত্র ব্যবহার করা উচিত নয়।
৯) ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে প্রতিটি কোণে ছড়িয়ে দিতে হবে। এটি ইতিবাচক শক্তি প্রেরণে সাহায্য করে।
১০) যদি বাড়িতে রান্নাঘরের ঠিক সামনে কোনও বাথরুম বা টয়লেটের দরজা থাকে এবং এটি যদি বাস্তু ত্রুটির অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে, তবে তা এড়াতে বাথরুম এবং রান্নাঘরের মধ্যবর্তী স্থানে পর্দা লাগানো উচিত। অন্য উপায়েও এর প্রতিকার করে বাস্তু দোষ দূর করা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vastu, Vastu tips