#কলকাতা: ছেলেটির বয়স খুব বেশি হলে ২৪ কি ২৫ হবে ! পেশায় কলকাতার গাড়ির চালক তিনি। রাত বিরেতে বা দিনে দুপুরে সকলকে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়াই তাঁর কাজ। তিনি উবের চালক। কলকাতার রাস্তায় গাড়ি ছুটিয়ে রোজগার না করলে দুবেলার খাওয়ার জুটবে না তাঁর। পেশায় তিনি যাই করুন না কেন, অবাক করে তাঁর গানের গলা। যেন মা সরস্বতীর বাস তাঁর গলায়। কারও কাছে গান না শিখেও কি অসম্ভব প্রতিভায় গান গাইতে পারে সে।যুবকের নাম আরিয়ান সোনি। পেশায় উবের চালক। অনায়াসে গেয়ে ফেললেন, "বৃন্দাবন কুঞ্জ মে"। এই গানটি তিনি গেয়ে শোনালেন তাঁর গাড়িতে ওঠা এক যাত্রীকে। সেই যাত্রী গানটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। যা এই মুহূর্তে ভাইরাল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Uber Driver, Viral Video