#কলকাতা: চারদিকে চলছে হাহাকার , করোনার গ্রাসে জর্জরিত দেশ৷ কিন্তু ডিপ্রেসনে ডুবে গেলে তো চলবে না৷ ঠিক থাকতেই হবে৷ শারীরিক ও মানসিক দুই জোরই ৷ তাই মূলত মনটা ভালো রাখতেই হবে৷ তার জমন্য সামাণ্য বিনোদনও থাকতেই হবে জীবনে৷ নতুন সিনেমা হলে গিয়ে, মাঠে খেলা দেখা এই সব অভ্যাসই তো ছাড়তে হয়েছে ৷ তবে তাতে বিনোদনের খামতি নেই৷ সোশ্যাল মিডিয়ায় চোখ মেললেই ঠাসা বিনোদনের উপকরণ৷ সেরকমই একটি সোশ্যাল হ্যান্ডেল গ্রুপ থেকে পোস্ট হওয়া একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে৷
ভিডিওটিতে দুই মহিলা কে নাচতে দেখা যাচ্ছে৷ পঞ্জাবি জনপ্রিয় গানের সুরে দুই সুন্দরীর শরীরি হিল্লোল অনবদ্য৷ দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে ওঠা সেই ভিডিও৷
আসলে ভিডিওটি অন্য পাঁচটা ভিডিও-র থেকে আলাদা৷ সাধারণত এই ধরণের ডান্স ভিডিওতে একজন একদম হিসেবনিকেশ মেনে শরীরের অধিকারী অর্থাৎ পারফেক্ট তন্বী৷ অন্যজন একেবারে স্থূলকায়া৷ মোটা শরীরের থলথলে বিষয় কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি৷ এই নাচের ভিডিওতে দু‘জনকেই একে অপরের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টায় আরও সুন্দর হয়ে উঠেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Viral Video