বিয়েবাড়ি কাঁপিয়েছে দুই বোন ৷ এমন এক ভিডিও যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ দুই বোন মিলে কাঁপিয়েছেন সোশ্যাল মিডিয়া লহেঙ্গা ও লাল ওড়নায় রাতের ঘুম কেড়ে নিয়েছেন সবারই ৷ খোলা পিঠের সঙ্গে লাল ওড়নায় নেচে কাঁপিয়েছেন ৷ বিবি নম্বর ওয়ান ছবির গানে জোরদার নেচেছেন একবোন ৷
শুধুই তিনি একটি গানে নেচেছেন তাই নয় একের পর সুপারহিট গানে তিনি দুর্দান্ত নাচ উপহার দিয়েছেন সবাইকে ৷ এরপরে মাধুরী দীক্ষিত নেনের আনজাম ছবির গানে ঝড় তুলেছেন তিনি ৷ বিয়েবাড়িতে এক আলাদা আবহের সৃষ্টি করেছে ৷ উপস্থিত সবাই মেতে উঠেছেন ৷ এ এমন ভিডিও সুপার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ আলাদা পোশাক ও বেশভূষায় মাত করেছেন সবাইকে ৷
প্রথমে একবোন নাচ শুরু করেছেন পরে আরও একবোন যোগ দিয়েছেন তাঁর সঙ্গে সব মিলিয়ে পরিস্থিতি এক আকর্ষণীয় সৃষ্টি হয়েছে ৷ যদিও ভিডিওটি একটু পুরনো তবুও সুপার ভাইরাল এক আলাদা মাত্রা যোগ করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Super video, Viral Video