#কলকাতা: স্যালাড হোক বা চাটনি ৷ টম্যাটোর স্বাদ দারুণ ৷ কিন্তু শুধুই স্বাদের জন্য নয় ৷ টম্যাটোর প্রাকৃতিক গুণও দারুণ৷ এমন অনেক কিছুই করতে পারে লাল লাল টম্যাটো, যা কিনা ওষুধও পারে না ৷
অবসাদ ও সর্দি মোকাবিলা করতে পারে টম্যাটো। টম্যাটোতে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এ হিসেবে রূপান্তরিত হয়। এতে শরীর সুরক্ষিত থাকে। যেসব ভাইরাস সর্দি-কাশি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে লড়তেও সাহায্য করে ক্যারোটিন।
উচ্চ রক্তচাপ কমাতে পারে টম্যাটো। এতে ভিটামিন সি আছে, যা রক্তচাপ কমায় এবং এতে থাকা পটাশিয়াম রক্তে জলীয় অংশ নিয়ন্ত্রণ করে।
লাইকোপিন শরীরে গ্রোথ হরমোন নিঃসরণে প্রভাব ফেলে। টম্যাটো খেলে শরীরের মেদ কমে।
টম্যাটো রয়েছে বয়স প্রতিরোধী বিশেষ প্রভাব। শরীরের ত্বক কুঁচকে যাওয়া, ভাঁজ পড়া বা বলিরেখা পড়া দূর করতে পারে টম্যাটো থাকা লাইকোপিন দারুণ সাহায্য করে ৷