এই প্রজন্মর কাছে টিকটক ভিডিওর আকর্ষণই আলাদা! আতের মুঠোয় মোবাইল, টিকটক-এ কোনও কনটেন্ট শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেই কেল্লাফতে! মুহূর্তে পৌঁছে যাচ্ছে কোটি কোটি মানুষের কাছে! শুধু নাচ-গান বা অভিনয় নয়, টিকটকে দেখা মেলে অনেক অদ্ভুত কনটেন্টেরও! অনেকেই ক্যামেরার কারসাজি, এডিটিং-এর মাধ্যমে নানা নজরকাড়া ভিডিও তৈরি করেন! যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল একটি দৈত্যকায় সাপের ভিডিও! সমুদ্রের বুক চিরে উঠে এসেছে বিশাল এক সাপ, তাকে দেখতে পাড়ে ভিড় জমিয়েছেন অগুন্তি মানুষ! সাপটির সামনে পাড়ে জমায়েত করা মানুষদের ঠিক মনে যেন পিঁপড়ে!
সাপটি ফণা মেলে বসে রয়েছে। দুচোখে যেন প্রতিহিংসা। সমুদ্রের পাড়ে দাঁড়ানো সবার চোখে বিস্ময়। অনেকেই ক্যামেরাবন্দি করে রাখছেন মুহূর্তটি। যেন কোনো হলিউডের ছবির চিত্রনাট্য। কিন্তু এতবড় সাপ তো বাস্তবে হয় না! এতো দেখা মিলত রূপকথার জগতে! তাহলে কি আশ্চর্য কোনও প্রাণী এসে পড়েছে মানব সমাজে ? প্রথম ছবিটি দেখলে এমনটাই মনে হবে! কিন্তু একটু খেয়াল করে দেখলেই বোঝা যাবে, ভিডিওটি সম্পাদনার সাহায্যে বানানো। কিন্তু একটু খেয়াল করে দেখলেই স্পষ্ট বোঝা যায়, এটি আসলে সম্পাদনা করে বানানো।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TikTok Viral