• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • পুরুষদের পিছনে ফেলে বিয়ের পিঁড়িতে কনেকে তুলে শুভদৃষ্টির মঞ্চে হাজির করলেন মহিলারা, বুলেটের গতিতে ভাইরাল

পুরুষদের পিছনে ফেলে বিয়ের পিঁড়িতে কনেকে তুলে শুভদৃষ্টির মঞ্চে হাজির করলেন মহিলারা, বুলেটের গতিতে ভাইরাল

নারীশক্তির আরাধনায় মুখরিত আকাশ বাতাস

নারীশক্তির আরাধনায় মুখরিত আকাশ বাতাস

নারীশক্তির আরাধনায় মুখরিত আকাশ বাতাস

 • Share this:

  মেয়েরা কোনও ভাবেই ছেলেদের থেকে পিছিয়ে নেই ৷ অনেক সময়েই মনকে প্রশ্রয় দিয়ে ভাবতে বাধ্য হই যে নারীরা পুরুষের থেকে পিছিয়ে নারীদের অস্থিত্বই হল পরগাছা হয়ে তাকার জন্য ৷ এরসঙ্গে অনেক ধরনের কটু কথাও নারীদের সম্বন্ধে বলা হয়ে থাকে ৷ নারী অর্থাৎ প্রকৃতি এই প্রকৃতির উপর নির্ভর করেই গড়ে ওঠে এক আদর্শ সমাজ ৷ সনাতন ঐতিহ্য একবার নয় বারবার বলে সংসার সুখের হয় রমণীর গুণে ৷

  সংসারের নানান যন্ত্রণা জীবনকে এক আলাদা মাত্রা এনে দেয় ৷ সংসার জীবন সুখে দুঃখে ভরা ৷ জীবনের বিভিন্ন সময়ের নানান রকমের জয়গান গাইতে হয় মানুষকে ৷ প্রতিযোগিত যতই করা হোকনা কেন ? নারী ও পুরুষ হল সমাজ নামক এক পাখির দুটি পাখা যা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করলে সমাজ এগিয়ে যায়না ৷ পরস্পরের সঙ্গে সহযোগিতা করলে ভাল হয় ৷ সৃষ্টি হয় নতুন ঐতিহ্যের ৷ নারীরা কোনও কাজেই পিছিয়ে নেই সে দশভুজা ৷ সমজের প্রতিটি ক্ষেত্রে তালে তাল মিলিয়ে চলে ৷ সমাজ উচ্চ, দায়িত্বপূর্ণ স্থান পদ মর্যাদায় নারী এক আলাদ মাত্রা বয়ে নিয়ে যায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ৷ জীবন হয়ে ওঠে সুখের ৷

  এমনই এক ভিডিও ফেসবুকে ছড়িয়ে যে বিয়ের আসরে মহিলাদের কামাল ৷ শুভদৃষ্টির সময়ে পিঁড়িতে করে কনেক নিয়ে যাচ্ছেন মহিলারা যেখানে নেই পুরুষের চিহ্নমাত্র ৷ সেই ভিডিওই ভাইরাল হয়েছে দেখুন ভিডিও ৷

  Published by:Arjun Neogi
  First published: