শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা ত্বকে গ্লো আনতে লাগবে শুধু এক চামচ দুধ। এই প্রাকৃতিক উপাদানই দেবে চকচকে দাগমুক্ত ত্বক। ত্বকের পরিচর্যায় রোজ এক চামচ দুধ ব্যবহার করতে পারেন। এই উপাদান ব্যবহার করলে ত্বকের কী কী সমস্যা দূর হতে পারে তা নেওয়া যাক
ব্রণের চিকিৎসা: bbodywise.com-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী, দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা মুখের লোমকূপ থেকে ময়লা গভীরভাবে পরিষ্কার করতে পারে। ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে কাঁচা দুধ। ত্বকে কাঁচা দুধ ব্যবহার করলে ব্রণ ও ব্রণ আক্রান্ত স্থান দ্রুত সেরে যায়। একজিমার চিকিৎসাতেও অত্যন্ত উপকারী কাঁচা দুধ।
আরও পড়ুন: হতে পারে হার্ট অ্যাটাক! প্রাণঘাতী এই ৪ লক্ষণ কখনই এড়িয়ে যাবেন না
স্কিন টোনার: দুধে ময়েশ্চারাইজিং এজেন্ট থাকে। এই ক্ষেত্রে, এটি ত্বকের জন্য একটি চমৎকার টোনার হিসাবে কাজ করে। দুধের সঙ্গে দই, হলুদ, মধু, বেসন ইত্যাদি মিশিয়েও মুখে লাগানো যেতে পারে। দুধের তৈরি এই মাস্কগুলো ত্বক পরিষ্কার করে উজ্জ্বল ত্বক দিতে পারে।
ময়শ্চারাইজার হিসাবে: দুধে রয়েছে বায়োটিন এবং অন্যান্য ময়শ্চারাইজিং উপাদান।যা শুষ্ক, ফাটা, নিস্তেজ এবং ফ্ল্যাকি ত্বককে সুস্থ করতে সহায়ক। এটি ত্বকের গভীরে প্রবেশ করে কন্ডিশনিং এবং ময়শ্চারাইজেশন প্রদান করে। এটি ত্বকে হাইড্রেশন প্রদান করে এবং চুলকানি থেকে মুক্তি পেতে সাহায্য করে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।