#কলকাতা: শীতের মরশুমে চুল শুকানো এক ঝক্কি, অগত্যা হেয়ার ড্রায়ারের সান্নিধ্য নিতেই হয়৷ হেয়ার ড্রায়ার কিনতে হলে সস্তা বা দামি দেখে কিন্তু ভালমন্দ বিচার করবেন না...কারণ দাম নয়, বিশেষ কিছু বিষয়ই ড্রায়ারকে দীর্ঘমেয়াদী বানাতে পারে। সঙ্গে ক্ষতি করবে না আপনার চুলেরও৷ একটা ‘ভাল’ হেয়ার ড্রায়ারের ক্ষেত্রে কিছু বিষয় নজরে রাখুন--
১। ওয়াট
হেয়ার ড্রায়ার কত ওয়াটের তা প্রথমেই দেখতে হবে। চুল যদি খুব ঘন হয় তবে বেশি ওয়াটের হেয়ার ড্রায়ার ব্যবহার করা নিরাপদ। চুল পাতলা হলে বেশি ওয়াটের হেয়ার ড্রায়ার ক্ষতি করতে পারে চুলের সাথে গোড়ারও। পাশাপাশি প্রতিদিন হেয়ার ড্রায়ার ব্যবহারের প্রয়োজন পড়লে অবশ্যই সেটি যেন কম ওয়াটের হয় সেদিকে নজর দিতে হবে।