এ আবার কেমন কাণ্ড! এমন আশ্চর্য ঘটনা হয়তো গোটা জীবনে একবারই ঘটে । এমন আশ্চর্য ছবি দেখে তো পুরো থ হয়ে গেলেন নেটিজেনরা । এমন ছবিকে বিরলের মধ্যেও বিরলতম বলা যায় । ঘটনাটা ঠিক কী? সেটা জানতে গেলে আগে আপনাকে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে ।
সম্প্রতি এই ছবিটি ট্যুইটারে পোস্ট করা হয় । আর তারপর থেকেই শুরু হয়ে যায় সকলের মস্তিষ্ক ঘামানোর পালা । কারণ ছবিটি বেশ অদ্ভুত । একে ইল্যুশন বা চোখের ভ্রান্তিও বলা যায় । ছবিটিতে দেখা যাচ্ছে চার জন পর্বতারোহী পাহাড়ের একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন । তাঁদের প্রত্যেকের হাতেই বিয়ারের বোতল । কিন্তু মজার ব্যাপার হল এই ছবিতে চার নম্বর ব্যক্তিটির উপস্থিতি বোঝা গেলেও তাঁকে দেখা যাচ্ছে না ।
My brain refuses to believe there are 4 people in this photo pic.twitter.com/GOwglY3vyw
— Jen Gentleman (@JenMsft) February 14, 2021
চারটি বিয়ারের বোতল রয়েছে । আর তিনটি হাত রয়েছে । তিনটি হাত তিনটি বোতল ধরে রয়েছে । আর একটি বোতল দেখে মনে হচ্ছে যেন সেটি শূন্যে ভাসছে । চতুর্থ ব্যক্তিটি সেখানে উপস্থিত থাকলেও তাঁকে দেখা যাচ্ছে না ।
Literally the only time I've seen camo work as intended.
— A Bit Less Scary Days (@SarahBDay) February 14, 2021
This is honestly the first time I've ever seen cameo print actually do its job
— Donavan (Cripp Daddy) (@RealYungCripp) February 15, 2021
With whom did you hike?!? pic.twitter.com/lPkQVF3N5i
— Markus (@lonekuh) February 15, 2021
this is the first time I’ve ever seen camouflage worn effectively on the internet and my mind is blown
— (@pazpaz) February 16, 2021
সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই ছবির রহস্যভেদ করার চেষ্টা করেছেন । কেউ একেঅজব বলেছে, কেউ বলেছে ভূতুড়ে । খুব অল্পজনই আছেন, যাঁরা এর সঠিক কারণ খুঁজে বের করেছেন । আসলে এ ক্ষেত্রে ওই চতুর্থ ব্যক্তির জামার রং এবং পরিবেশের রং একসঙ্গে মিশে গিয়েছে । বিজ্ঞানের ভাষায় যাকে বলে ক্যামোফ্লেজ । বহু পশু-পাখি-কীটপতঙ্গ নিজেদের শত্রুর হাত থেকে রক্ষা করতে এ রকম ক্যামোফ্লেজের সাহায্য নিয়ে থাকে । যেমন- ঘাসের পোকা, পতঙ্গদের বেশিরভাগেরই রং হয় সবুজ । পাতার সঙ্গেমিশে থাকে এরা । ফলে শত্রু এদের দেখতে পায় না ।