#কলকাতা: মাথায় ফুটবল। সাইকেলে এক যুবক। দুই হাত ছেড়ে তিনি অনায়াসে চালাচ্ছেন সাইকেল। মাথার ফুটবলটিও নড়ছে না একচুল। মাইলের পর মাইল রাস্তা তিনি চালিয়ে ফেললেন এভাবেই সাইকেল। ছেলেটির নাম সরোজ। বাড়ি বারাসতে। তাঁর কান্ড দেখে পথ চলতি মানুষেরা অবাক। সেই পথ চলতি মানুষদের মধ্যেই একজন বানিয়েছেন এই ভিডিওটি। যা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সরোজ রাস্তা দিয়ে মাথায় ফুটবল নিয়ে, দুইহাত ছেড়ে চালাচ্ছেন সাইকেল। ভিডিও করতে করতে তাঁকে নাম জানতে চাইলে, সাইকেল চালানো না থামিয়েই তিনি জবাব দেন, তাঁর নাম সরোজ। এই ভিডিও দেখে তাজ্জব গোটা নেট দুনিয়া। কত প্রতিভা কোথায় লুকিয়ে থাকে। নেট দুনিয়ার দৌলতে আজ তা আমাদের সামনে এসে পড়ছে। ৩১ সেকেন্ডের এই ভিডিও আপনাকে ভাবাতে বাধ্য করবে। সত্যি মানুষ চাইলে কি না পারে।