Home /News /life-style /
বিয়েবাড়ির বড় ধামাকা ! উপস্থিত আত্মীয়স্বজন-বন্ধুবান্ধব, নেচে কাঁপালেন যুবতী, সুপার ভাইরাল ভিডিও

বিয়েবাড়ির বড় ধামাকা ! উপস্থিত আত্মীয়স্বজন-বন্ধুবান্ধব, নেচে কাঁপালেন যুবতী, সুপার ভাইরাল ভিডিও

নাচের প্রতিটি মুহূর্তেই উঠেছে ঝড়

  • Last Updated :
  • Share this:

দর্শকের চেয়ারে বসা বাড়ির আত্মীয় স্বজন থকে শুরু করে ছোট-বড়রা বিয়েবাড়ির মাঝেই তুমুল নাচ এক যুবতীর সবাই মিলে দেখছেন তাঁর নাচ হয়তো এই নাচ নিয়ে অনেক ব্যাখ্যা হতে পারে ৷ তবে বিয়েবাড়িতে আসা বিভিন্ন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সকলেরই এক বিনোদনের সাক্ষী থেকেছেন ৷ যুবতীর নাচের প্রতটি তালে উপস্থিত আত্মীয়রা এক বিশেষ বার্তা দিয়েছেন সবাইকে ৷ বিয়েবাড়ি প্রতিটি মানুষের কাছে এক শুভ ও আনন্দের অনুষ্ঠান ৷

জীবনের নানান ক্ষেত্রে আনন্দের এক সংমিশ্রণ ঘটে এই অনুষ্ঠানকে ঘিরেই ৷ বিয়ে মানে অনেক ভাল-মন্দর অভিজ্ঞতা নিয়ে পরিপূর্ণ জীবন ৷ জীবনকে সুন্দর ও সুরক্ষিত করে তোলাই প্রতিটি মানুষের কাছে অত্যন্ত সুন্দর ৷ জীবনের গল্পগুলি পাখা মেলে উড়ে যায় ৷ বিয়ে অর্থাৎ বিভিন্ন দুই সংস্কৃতির মেলবন্ধন ৷

শিক্ষা, দীক্ষা, আচার, আচরণ যখন এক পরিবার থেকে অন্য পরিবারে সেই সংস্কৃতির মেলবন্ধন ঘটানোই যেখানে লক্ষ্য ৷ সেই ভিডিওতে ফেসবুকে ঝড় উঠেছে ৷ সেই ভিডিও দেখে নিন একনজরে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Super Viral, Viral Video