Home /News /life-style /
সিঁথিতে চওড়া সিঁদুর নিয়ে মাউথ অর্গ্যানে চিরদিনই তুমি যে আমার গান বাজিয়ে সুপার ভাইরাল মহিলা

সিঁথিতে চওড়া সিঁদুর নিয়ে মাউথ অর্গ্যানে চিরদিনই তুমি যে আমার গান বাজিয়ে সুপার ভাইরাল মহিলা

সুপার এক্সপ্রেস গতিতে ভাইরাল হয়েছে

 • Share this:

  প্রসেনজিৎ-বিজয়েতা পণ্ডিত অভিনীত ছবি অমরসঙ্গী ছবির গানে মাউথ অর্গ্যানে অসাধারণ গানটি বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার নজরে এসেছেন ৷ অমরসঙ্গী বাংলা চলচ্চিত্রের জগতে এক অন্যতম নাম সুপারহিট ছবি ৷ এই ছবির সুরকার বাপি লাহিড়ি এক ইতিহাস সৃষ্টি করেছিলেন এই ছবির প্রতিটি গানই এক আলাদা আলাদা মাইল ফলকের প্রতিষ্ঠা করেছেন ৷

  ছবিতে চিরদিনই তুমি যে আমার, মনটা আমার হারিয়ে গেছে, যেখানেই থাক সুখে থাক, ইচ্ছে করছে ভালবাসতে. . .তোমার মুখটা কী সুন্দর, কিশোর কুমার, লতা মঙ্গেশকরের কন্ঠে গানটি সবাম মন জয় করেছে ৷ ছবিতে প্রসেনজিতের বনাম হয়েছিল সাগর আর বিজতা পণ্ডিতের নাম হয়েছিল ঝিলিক ৷ এছাড়াও রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায় এই ছবিতে অভিনয় করেছেন ৷

  সেই কালজয়ী সুপারহিট গান বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় সবারই চর্চায় এসেছেন তিনি ৷ নিমেষেই ভাইরাল হয়েছে ভিডিও ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Amar Sangi, Bappi lahiri, Prasenjit, Super Viral

  পরবর্তী খবর