প্রসেনজিৎ-বিজয়েতা পণ্ডিত অভিনীত ছবি অমরসঙ্গী ছবির গানে মাউথ অর্গ্যানে অসাধারণ গানটি বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার নজরে এসেছেন ৷ অমরসঙ্গী বাংলা চলচ্চিত্রের জগতে এক অন্যতম নাম সুপারহিট ছবি ৷ এই ছবির সুরকার বাপি লাহিড়ি এক ইতিহাস সৃষ্টি করেছিলেন এই ছবির প্রতিটি গানই এক আলাদা আলাদা মাইল ফলকের প্রতিষ্ঠা করেছেন ৷
ছবিতে চিরদিনই তুমি যে আমার, মনটা আমার হারিয়ে গেছে, যেখানেই থাক সুখে থাক, ইচ্ছে করছে ভালবাসতে. . .তোমার মুখটা কী সুন্দর, কিশোর কুমার, লতা মঙ্গেশকরের কন্ঠে গানটি সবাম মন জয় করেছে ৷ ছবিতে প্রসেনজিতের বনাম হয়েছিল সাগর আর বিজতা পণ্ডিতের নাম হয়েছিল ঝিলিক ৷ এছাড়াও রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায় এই ছবিতে অভিনয় করেছেন ৷
সেই কালজয়ী সুপারহিট গান বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় সবারই চর্চায় এসেছেন তিনি ৷ নিমেষেই ভাইরাল হয়েছে ভিডিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amar Sangi, Bappi lahiri, Prasenjit, Super Viral