হোম /খবর /লাইফস্টাইল /
সিঁদুর দানে তোলপাড়! বেঁকে বসল কনে, নতুন স্বামীর হাতে কিছুতেই পরলেন না সিঁদুর

Viral Video: সিঁদুর দানে তোলপাড়! বেঁকে বসল কনে, নতুন স্বামীর হাতে কিছুতেই পরলেন না সিঁদুর

Viral Video: অনড় মানসিক অবস্থানেই থাকলেন কনে

  • Last Updated :
  • Share this:

সুখে, শান্তিতে সংঘবদ্ধ জীবনযাপন করতে প্রতিটি মানুষকেই সামাজিক ভাবে জীবনযাপন করতে হয় ৷ আর বিয়ে হল এমন এক সামাজিক অনুষ্ঠান যেখানে আগত বন্ধুবান্ধব ও প্রিয়জনের সামনে পরকে আপন করার এই বিশেষ রীতিকেই বলা হয় বিবাহ ৷ আর শুভ বিবাহের মাধ্যমেই দুই সংস্কৃতি এক হয় ৷ পরকে আপন করার নিয়মকেই বলা হয় শুভ বিবাহ ৷

সেখানে নানান নিয়মের মাধ্যমেই বাবা তাঁর মেয়ের দায়িত্ব তার জীবন সঙ্গিনীর হাতে তুলে দেন ৷ অধিবাস থেকে শুরু করে জল সইতে যাওয়া, গায়ে হলুদ, বৃদ্ধি-সহ একাধিক নিয়মের মাধ্যমে বিয়ে হয় ৷ তবে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সাত পাকে বাঁধা, মালাবদল ও সিঁদুর দান ৷ এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে বিয়ের চরম মুহূর্ত যেখানে সিঁদুর দান হব হব পরিস্থিতি বেঁকে বসল কনে ৷ কিছুতেই পরাতে দেয়না সিঁদুর ৷

আরও  পড়ুন: Viral Video | Manu Buri : কলকাতার মিষ্টি 'মানু'র গলায় সিংহলি ‘মানিকে মাগে হিঠে’! মুহূর্তে Super ভাইরাল, দেখুন...

বাড়ির লোকেরা বলা সত্ত্বেও অনড় মেয়েটি সেই ভিডিওই কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়া দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷ মাত্র আড়াই মাসেই লাইক, শেয়ার ও রিঅ্যাকশনের বন্যা বয়ে গিয়েছে ৷ যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Viral Video