corona virus btn
corona virus btn
Loading

ভাইপো-দেওরের বিয়েতে শাড়ি-শাঁখা, সিঁদুর পরে পিসি-বউদির তুমুল নাচ সোশ্যাল মিডিয়ায় তুলকালাম

ভাইপো-দেওরের বিয়েতে শাড়ি-শাঁখা, সিঁদুর পরে পিসি-বউদির তুমুল নাচ সোশ্যাল মিডিয়ায় তুলকালাম

জল সইতে গিয়ে তুমুল নাচ বাড়ির লোকেদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

  • Share this:
জমজমাট বিয়েবাড়ি তুমুল গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বিয়ের রীতিতে নীতিতে জমে উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বাড়ি ভর্তি আত্মীয় স্বজনেরা ঘরের ছেলের বিয়েতে তুমুল ভাবে নেচে উঠেছেন ৷ বাড়ির ছেলের বিয়েতে আজ আনন্দ মুখর প্রত্যেকে ৷ এমনিতেই বিয়েবাড়ির আনন্দ প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে আনন্দের রসদ যুগিয়ে চলে ৷
জল সইতে যাওয়ার ভিডিওতে তুমুল ঝড় উঠেছে ৷ দেওর-ভাইপোর বিয়েতে বউদি ও পিসিদের জমাটি নাচ দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ শাঁখা, সিঁদুরের সঙ্গে শাড়ি পরে জোরদার নাচ দেখিয়েছেন বাড়ির মহিলারা ৷ কোমরে কলসি নিয়ে জল সইতে গিয়ে এমন নাচ নেচেছেন যাতে সোশ্যাল মিডিয়া চূড়ান্ত গতিতে কেঁপেছে ৷
বিয়েবাড়ির রীতিনীতি পালনে উৎসাহিত আত্মীয় পরিজনেরা আনন্দ উল্লাসে জমিয়ে দিয়েছেন ৷ এক কথায় অনবদ্য অনুভূতি সৃষ্টি করেছে ৷ এক নজরে দেখে নিন সেই ভাইরাল ভিডিও আরও একবার ৷
Published by: Arjun Neogi
First published: March 15, 2020, 5:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर