• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ভাইপো-দেওরের বিয়েতে শাড়ি-শাঁখা, সিঁদুর পরে পিসি-বউদির তুমুল নাচ সোশ্যাল মিডিয়ায় তুলকালাম

ভাইপো-দেওরের বিয়েতে শাড়ি-শাঁখা, সিঁদুর পরে পিসি-বউদির তুমুল নাচ সোশ্যাল মিডিয়ায় তুলকালাম

জল সইতে গিয়ে তুমুল নাচ বাড়ির লোকেদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

জল সইতে গিয়ে তুমুল নাচ বাড়ির লোকেদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

জল সইতে গিয়ে তুমুল নাচ বাড়ির লোকেদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

 • Share this:
  জমজমাট বিয়েবাড়ি তুমুল গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বিয়ের রীতিতে নীতিতে জমে উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ বাড়ি ভর্তি আত্মীয় স্বজনেরা ঘরের ছেলের বিয়েতে তুমুল ভাবে নেচে উঠেছেন ৷ বাড়ির ছেলের বিয়েতে আজ আনন্দ মুখর প্রত্যেকে ৷ এমনিতেই বিয়েবাড়ির আনন্দ প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে আনন্দের রসদ যুগিয়ে চলে ৷
  জল সইতে যাওয়ার ভিডিওতে তুমুল ঝড় উঠেছে ৷ দেওর-ভাইপোর বিয়েতে বউদি ও পিসিদের জমাটি নাচ দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ শাঁখা, সিঁদুরের সঙ্গে শাড়ি পরে জোরদার নাচ দেখিয়েছেন বাড়ির মহিলারা ৷ কোমরে কলসি নিয়ে জল সইতে গিয়ে এমন নাচ নেচেছেন যাতে সোশ্যাল মিডিয়া চূড়ান্ত গতিতে কেঁপেছে ৷
  বিয়েবাড়ির রীতিনীতি পালনে উৎসাহিত আত্মীয় পরিজনেরা আনন্দ উল্লাসে জমিয়ে দিয়েছেন ৷ এক কথায় অনবদ্য অনুভূতি সৃষ্টি করেছে ৷ এক নজরে দেখে নিন সেই ভাইরাল ভিডিও আরও একবার ৷
  Published by:Arjun Neogi
  First published: