corona virus btn
corona virus btn
Loading

সিঁথিতে সিঁদুর পরিয়ে লজ্জাবস্ত্র দিয়ে কনের মুখ ঢাকলের বর, এক্সপ্রেস গতিতে ভাইরাল

সিঁথিতে সিঁদুর পরিয়ে লজ্জাবস্ত্র দিয়ে কনের মুখ ঢাকলের বর, এক্সপ্রেস গতিতে ভাইরাল

নারীর জীবন সিঁথিতে সিঁদুরের ছোঁয়ায় কীভাবে বদলে গেল ? নারী জীবনের অন্যতম এক অধ্যায়ের সূচনা হল

  • Share this:

ভালবাসা মানুষকে পাগল করে ৷ ভালবাসা প্রেমিকও করে ৷ সেই ভালবাসাই কখনও মানুষকে মহান করে ৷ ভালবাসার চোখে অনেক কিছুই সম্ভবপর হয় ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রেম জীবনকে বদলে দেয় ৷ আর বদলে যাওয়া জীবনে পরিণতি আসে বিয়ের পরে, বিয়ে মানুষের জীবনকে সুন্দর করে তোলে দায়িত্বের সঙ্গে জীবনকে গুছিয়ে নিতে এক নতুন রাস্তা দেখায় ৷

প্রতিটি সম্পর্কের সঙ্গে সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবে নিবিড় এক টান অনুভব করা যায় ৷ পরকে আপন করার রীতির নামই বিয়ে ৷ সমস্ত কিছু বেড়াজালের মধ্যে দিয়েই চলতে হয় ৷ জয় করতে হয় সমস্ত কিছুই ৷ জীবনের নানান ধরনের ভাললাগা মন্দলাগার সঙ্গে জড়িয়ে থাকে জীবন ৷ বিয়ের পূর্ণতায় আসে এক সংঘবদ্ধ জীবন ৷ ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া গিয়েছে ৷ যেখানে সার্থক হয়েছে সিঁথিতে সিঁদুর ৷ বিয়ের পর আরও গতিময় জীবন ৷

একবার নয় এই ভিডিও বারবার দেখে বুঝলে পারা যাবে কীভাবে নারীর জীবন সিঁথিতে সিঁদুরের ছোঁয়ায় কীভাবে বদলে গেল তাঁর জীবন ৷ নারী জীবনের অন্যতম এক অধ্যায়ের সূচনা হল ৷ তাঁদের নতুন জীবনে আমাদের পক্ষ থেকেও রইল আন্তরিক শুভ কামনাও ৷

Published by: Arjun Neogi
First published: January 25, 2020, 4:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर