corona virus btn
corona virus btn
Loading

সরল বা বক্ররেখায় মুখ থেকে ফল আকার আঁকা, শিক্ষকের প্রতিভায় মুগ্ধ পড়ুয়ারা

সরল বা বক্ররেখায় মুখ থেকে ফল আকার আঁকা, শিক্ষকের প্রতিভায় মুগ্ধ পড়ুয়ারা

কোনও গল্পগাথা বা রূপকথা নয়, এটি আসলে অন্য এক অনুপ্রেরণার গল্প

  • Share this:

শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর তিনি নিজের হাতে একজন ছাত্রকে বর্ণপরিচয় শেখান ৷ বাঙালি হলে অ, আ, ই, ঈ শিখতে পারে ৷ আর অন্য ভাষাভাষির হলে তিনি তাঁদের মত করে শেখেন বা শিক্ষক মহাশয় শেখান ৷ প্রচলিত একটি কথা আছে ভাল শিক্ষক পড়িয়ে দেন ৷ প্রতিভাবান শিক্ষক বুঝিয়ে দেন আর মহান শিক্ষক শিখিয়ে দেন ৷

মূলত শিক্ষকের হাত ধরে একজন পড়ুয়া বা শিশু নিজেকে আবিষ্কার করতে পারে ৷ অন্যের সঙ্গে তাঁর নিজের পার্থক্য গড়ে দেয় ৷ নিজের মধ্যে আত্মবিশ্বাস ফুটে ওঠে সে পারে ৷ না পারায় কথাগুলি সে ভুলে গিয়ে নতুন করে জীবন সৃষ্টি ও বিন্যাস করে ৷ এমনই শিক্ষকের গল্প ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখতে পাওয়া গিয়েছে অনবদ্য ভাবে পড়ুয়াদের পড়িয়ে তাঁদের মন জয় করেছেন শিক্ষক মহাশয় কখনও একটি সরলরেখা ও একটি বক্ররেখা দিয়ে তরমুজ এঁকেছেন ৷ আরও একটি বক্ররেখার মাধ্যমে সৃষ্টি করেছেন মুখ ৷

এমন শিক্ষকের প্রতিভায় সমস্ত পড়ুায়ার অত্যন্ত খুশি হয়েছেন ৷ এই সুপার ভিডিওটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷

Published by: Arjun Neogi
First published: February 15, 2020, 9:43 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर