শ্রীকৃষ্ণ অর্থাৎ তিনকুলের এক এবং একমাত্র দেবতা ৷ যুগে যুগে শ্রী বিষ্ণু নানান রূপ ধরে ধর্মের গ্লানি মেটাতে এসেছেন পৃথিবীতে ৷ কখনও শ্রীকৃষ্ণের রূপ ধরে তো কখনও, রাম, বলরাম, পরশুরাম ইত্যাদি রূপ ধরে ৷ তিনি স্বয়ং গীতায় বলেছেন যখনই যখনই ধর্মে গ্লানি দেখা দেবে তখনই তিনি বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে ফিরে আসবেন মানুষকে রক্ষা করতে ৷
শ্রীকৃষ্ণের লীলা কারও আর জানতে বাকি আছে বলে মনে হয়না ৷ কানাই, কানু, ইত্যাদি নামেই গোপিনীদের কাচে পরিচিত ছিলেন গোপাল ৷ তিনি যখন গোপিনীদের সঙ্গে লীলায় মত্ত থাকতেন তখন হাতে বাঁশি ও একদল গরুর পাল তাঁর সঙ্গে থাকত ৷ তিনি আমোদে আহ্লাদে সেই গরুর দলের সঙ্গে সময় কাটাতেন ৷ শাস্ত্রমতে এই বিষয়টি কেউ মানেন আবার কেউ মানেনা ৷ অবশ্যই যার যেমন ভাব, তার তেমন লাভ ৷
এমনই এক চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে গোপালের মূর্তিকে জড়িয়ে ধরেছে একটি বাছুর ৷ সোফার উপরে রাখা আছে গোপালের মূর্তে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে গরুটি ৷ ভিডিওটি জোরদার গতিতে ভাইরাল হয়েছে ৷