corona virus btn
corona virus btn
Loading

গোপালের সঙ্গে দেখা করতে এসে জড়িয়ে ধরল বাছুর, সোফায় বসা মূর্তি চেটে পরিষ্কার বাহনের

গোপালের সঙ্গে দেখা করতে এসে জড়িয়ে ধরল বাছুর, সোফায় বসা মূর্তি চেটে পরিষ্কার বাহনের

এক্কেবারে বিরলতম ঘটনার সাক্ষী থেকেছে সবাই

  • Share this:

শ্রীকৃষ্ণ অর্থাৎ তিনকুলের এক এবং একমাত্র দেবতা ৷ যুগে যুগে শ্রী বিষ্ণু নানান রূপ ধরে ধর্মের গ্লানি মেটাতে এসেছেন পৃথিবীতে ৷ কখনও শ্রীকৃষ্ণের রূপ ধরে তো কখনও, রাম, বলরাম, পরশুরাম ইত্যাদি রূপ ধরে ৷ তিনি স্বয়ং গীতায় বলেছেন যখনই যখনই ধর্মে গ্লানি দেখা দেবে তখনই তিনি বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে ফিরে আসবেন মানুষকে রক্ষা করতে ৷

শ্রীকৃষ্ণের লীলা কারও আর জানতে বাকি আছে বলে মনে হয়না ৷ কানাই, কানু, ইত্যাদি নামেই গোপিনীদের কাচে পরিচিত ছিলেন গোপাল ৷ তিনি যখন গোপিনীদের সঙ্গে লীলায় মত্ত থাকতেন তখন হাতে বাঁশি ও একদল গরুর পাল তাঁর সঙ্গে থাকত ৷ তিনি আমোদে আহ্লাদে সেই গরুর দলের সঙ্গে সময় কাটাতেন ৷ শাস্ত্রমতে এই বিষয়টি কেউ মানেন আবার কেউ মানেনা ৷ অবশ্যই যার যেমন ভাব, তার তেমন লাভ ৷

এমনই এক চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে গোপালের মূর্তিকে জড়িয়ে ধরেছে একটি বাছুর ৷ সোফার উপরে রাখা আছে গোপালের মূর্তে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে গরুটি ৷ ভিডিওটি জোরদার গতিতে ভাইরাল হয়েছে ৷

First published: November 29, 2019, 12:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर