Home /News /life-style /
বিয়ে বাড়িতে তোলপাড়! বিয়ের আসরেই এক ব্যক্তির চুল ধরে টান নতুন বউয়ের, তুমুল গতিতে ভিডিও ভাইরাল

বিয়ে বাড়িতে তোলপাড়! বিয়ের আসরেই এক ব্যক্তির চুল ধরে টান নতুন বউয়ের, তুমুল গতিতে ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া কাঁপানো ভিডিও সেকেন্ডেই ভাইরাল হয়েছে

 • Share this:

  মাঘ মাস অর্থাৎ কড়া শীত, কড়া শীতে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া অথবা বিয়ে বাড়ির জুড়ি মেলাভার ৷ বাঙালির বারো মাসে তেরো পার্বণ এটি সর্বজন বিধিত বাঙালিকে উৎসবে বা আনন্দে কেউ হারাতে পারবে বলে মনে হয়না ৷ বিশেষত প্রতিটি বাঙালিই বিয়ের মাসগুলিতে বেশি মজা করে থাকে, আনন্দ করে থাকে ৷ বিয়ের আমন্ত্রণ হোক বা নিজের বিয়ে তার গুরুত্ব অপার ও অপরিসীম ৷

  বিয়ের নানান রীতির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রীতি বর বড় না কনে বড় ৷ আসলে এই প্রচলিত রীতিটি আনন্দের সঙ্গেই সবাই পালন করে তাকেন ৷ ফেসবুকে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে বর ও কনেকে তাঁদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবেরা বর বড় না কনে বড় করার জন্য তুলেছেন সেই সময়ে এতটাই উপরে উঠে গিয়েছেন কনে যে তিনি নিজেকে সামলাতে না পেরে একজনের চুল ধরে টান মারলেন ৷

  সেই ভিডিওই চূড়ান্ত গতিতে ভাইরাল হয়েচে সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওই ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর