মাঘ মাস অর্থাৎ কড়া শীত, কড়া শীতে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া অথবা বিয়ে বাড়ির জুড়ি মেলাভার ৷ বাঙালির বারো মাসে তেরো পার্বণ এটি সর্বজন বিধিত বাঙালিকে উৎসবে বা আনন্দে কেউ হারাতে পারবে বলে মনে হয়না ৷ বিশেষত প্রতিটি বাঙালিই বিয়ের মাসগুলিতে বেশি মজা করে থাকে, আনন্দ করে থাকে ৷ বিয়ের আমন্ত্রণ হোক বা নিজের বিয়ে তার গুরুত্ব অপার ও অপরিসীম ৷
বিয়ের নানান রীতির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রীতি বর বড় না কনে বড় ৷ আসলে এই প্রচলিত রীতিটি আনন্দের সঙ্গেই সবাই পালন করে তাকেন ৷ ফেসবুকে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে বর ও কনেকে তাঁদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবেরা বর বড় না কনে বড় করার জন্য তুলেছেন সেই সময়ে এতটাই উপরে উঠে গিয়েছেন কনে যে তিনি নিজেকে সামলাতে না পেরে একজনের চুল ধরে টান মারলেন ৷
সেই ভিডিওই চূড়ান্ত গতিতে ভাইরাল হয়েচে সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওই ৷