corona virus btn
corona virus btn
Loading

দশকের পর দশক ধরে আশা ভোঁসলের সুপারহিট গানে ভিডিও শ্যুট করে ভাইরাল জুটি

দশকের পর দশক ধরে আশা ভোঁসলের সুপারহিট গানে ভিডিও শ্যুট করে ভাইরাল জুটি

দুর্ধর্ষ গতিতে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি, ছবির মুক্তির কয়েক দশক পরেও গানটি সবারই মনে রয়েছে আগের মত

  • Share this:

ফের সোশ্যাল মিডিয়ায় বড় ধামাকা ৷ প্রসেনজিতের জীবনের অন্যতম সুপারহিট গানের সঙ্গে টিকটক ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ার চর্চায় এসেছেন তিনি ৷ গানটি সবারই প্রিয় অমরসঙ্গী ছবির চিরদিনই তুমি যে আমার ৷ যুগে যুগে আমি তোমারই ৷ আমি আছি সেই যে তোমার তুমি আছ সেই যে আমারই গানটি প্রতিটি বাঙালির অত্যন্ত কাছের গান ৷ গানটি দুটি ভার্সানে শুনতে পাওয়া গিয়েছে একটি কিশোর কুমারের কন্ঠে অপরটি আশা ভোঁসলের কন্ঠে ৷

গানটির দশকের পর এক দশক পার হলেও বিন্দুমাত্র জনপ্রিয় কমেনি ৷ সেই গানেও আজকালের মানুষও টিকটক ভিডিও শ্যুট করেন ৷ সেই ভিডিওই দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল অমরসঙ্গী ৷ বাপি লাহিড়ির সঙ্গীত পরিচালনায়, সুজিত গুহর নির্দেশনায় অমরসঙ্গী ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ, বিজয়া পণ্ডিত, রবি ঘোষ-সহ প্রমুখরা অভিনয় করেছেন ৷

গানটি এতটাই ভাললেগেছে সবার, যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েক মিনিটেই ৷ এই গানেই এক যুবক-যুবতীর টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

First published: February 11, 2020, 6:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर