corona virus btn
corona virus btn
Loading

দশমীতে মায়ের সামনে যুবতীর ফাটাফাটি নাচ, সাকি সাকি রে গানে মাত, মিশ্র প্রতিক্রিয়া ফেসবুকে

দশমীতে মায়ের সামনে যুবতীর ফাটাফাটি নাচ, সাকি সাকি রে গানে মাত, মিশ্র প্রতিক্রিয়া ফেসবুকে

একটি ভিডিও দুর্দান্ত প্রভাব ফেলেছে

  • Share this:

সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো আজ দ্বাদশী তিথি ৷ এরপরে লক্ষ্মীপুজো ও তার ঠিক কয়েকদিন পরেই ধনতেরাস ও কালীপুজো, ভাইফোঁটা সর্বোপরি জগদ্ধাত্রী পুজো ৷ আনন্দের দিনগুলি এখনই শেষ হচ্ছে না এখনই ৷ বাকি আছে আরও আনন্দ ৷ তবে দুর্গাপুজোর শেষ অর্থাৎ বাঙালির মন বিষন্ন হয়ে ওঠে ৷

দুর্গাপুজোর ৪দিন প্রতিটি মানুষের জীবনের সমস্ত দুঃখ ভুলে থেকেই বাঙালি উৎসবের মরশুমকে বরণ করাই সবাই লক্ষ ৷ তবে আর যাই হোক না কেন ৷ জীবনের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ক্ষেত্রে বেশি আনন্দ করাই জীবনের অন্যতম লক্ষ্য ৷ মা দশমীতে মা চলে যাচ্ছেন কৈলাসে আবার অপেক্ষার ৩৬৫দিন ৷ আগামী বছরের জন্য এক একটি দিনের অপেক্ষায় সাধারণ মানুষ ৷

এমনই এক ঘটনা ঘটেছে মায়ের বিদায়ের সময়ে চোখের মন বিষাদে যখন সবাই মাকে বরণ করেন তখনই ৷ এক তরুণী মায়ের সামনে ও শরাবি কেয়া শরাবি গানে ফাটালেন ৷ ভিডিও বাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এই নিয়েই ফেসবুকে মিশ্র সাড়া পড়েছে ৷

First published: October 10, 2019, 2:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर