corona virus btn
corona virus btn
Loading

বাড়ির পোষা বিড়াল উৎসাহের সঙ্গে ভালবাসার মানুষের পা বেয়ে সটান উঠেছে কাঁধে, ভাইরাল ভিডিও

বাড়ির পোষা বিড়াল উৎসাহের সঙ্গে ভালবাসার মানুষের পা বেয়ে সটান উঠেছে কাঁধে, ভাইরাল ভিডিও

এমনই এক ভিডিও রীতিমত প্রভাব ফেলেছে সোশ্যাল মিডিয়ায়

  • Share this:

এমন এক ভিডিও যা সত্যিকারের মন ভাল করে দেয় ৷ যেখানে একটি ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে বাড়ির পোষা মিষ্টি একটি বেড়াল কর্মরত যুবতীর পা দিয়ে বেয়ে উঠে কাঁধে চড়ে বসেছে ঘটনাটি ৷ আর যুবতী নিজের মনে কাজ করে যাচ্ছেন ৷ এমন ভিডিওটি বিশেষ ভাবে নজর কেড়েছে ৷ এই পোষ্য এমন ভাবে বাড়িতে থাকে যে দেখে মনে হয় তারা পরিবারেরই একজন হয়ে গিয়েছে ৷ তবে এটি আর নতুন কিছু নয় ৷ বাড়ির পোষ্যদের ভালবাসা হয় বাড়ির অন্য সদস্যদের মতই ৷

তাদের সুখে-দুঃখে মনিবেরা সব সময় থাকেন কাছে বা পাশে তবে সেই পোষ্যরাও শর্তহীন ভাবে ভালবাসে ভালবাসার কোনও সীমা বা পরিসীমা নেই ৷ মানুষের অকৃত্রিম ভালবাসার ডাকে সাড়া দিয়ে বন্যেরাও কাছে আসে ৷ সেখানে গৃহপালিত পশুরা আরও ভাল বুঝতে পারবে ভালবাসা ৷ তাই ভালবাসায় সাড়া দিয়ে থাকে বারেবারে ৷

এমনই এক ভিডিও রীতিমত প্রভাব ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ভিডিও রইল আপনাদের জন্যই ৷

First published: October 24, 2019, 9:53 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर