corona virus btn
corona virus btn
Loading

হাঁটা তো দূরের কথা কষ্ট করে হামা, সমু্দ্রের জলে সাঁতার দুধের শিশুর, মুখে হাসির ফোয়ারা

হাঁটা তো দূরের কথা কষ্ট করে হামা, সমু্দ্রের জলে সাঁতার দুধের শিশুর, মুখে হাসির ফোয়ারা

কোলের শিশুর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে

  • Share this:

একটি প্রচলিত কথা আছে বয়সে ছোট্ট কিন্তু ভয়েসে নয় ৷ বয়স মাত্র নম্বর মনটাই আসল শরীরের বয়স হাজার বারো হলেও মনের বয়স আঠারো ৷ কেউ অল্প বয়সেই বয়সের ভারে রীতিমত কুপোকাত হয়ে যান তো কেউ আবার মনের বয়স অল্প বয়সেই বড়দের থেকে বা বড়দের মতই আচরণ করে থাকে ৷

বয়সের একটি স্বাভাবিক প্রাপ্তি রয়েছে ৷ ছাত্রজীবনে মনে হয় কবে বড় হবে সেই শিশু, আবার বড় হওয়ার পরে মনে হয় ছোট্টবেলা ভালই ছিল ৷ অর্থাৎ প্রমাণিত নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সর্বোসুখ আছে আমার তা বিশ্বাস ৷ তবে এই সবব যুক্তি-তর্ক সরিয়ে রেখে দেখা যাক ভিডিও ৷ যেখানে দুদের শিশু না হাঁটতে পারে, বা দিতে পারে হামা কিন্তু সমুদ্রের জমে কাটছে সাঁতার সেই ভিডিও রীতিমত শোরগোল ফেলেছে ৷

সমুদ্রের জলে মহানন্দে সাঁতার কাটছে ছোট্ট শিশুর মুখে আর হাসি ধরেনা ৷ ক্রমেই আনন্দ ও উচ্ছ্বাস বেড়েই চলেছে ৷ দেখুন সেই আনন্দের ভিডিও ৷

First published: October 14, 2019, 2:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर